সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল ইনজুরি। জিম্বাবুয়ে সফরে গিয়ে চোটের মুখে পড়েছেন একাধিক ক্রিকেটার। টাইগারদের একাধিক ইনজুরির কারণে আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করতে বাড়তি সময় নিতে হয়েছে বিসিবির। অবশেষে টি-টোয়েন্টি নতুন অধিনায়ক সাকিব আল হাসানের নাম ঘোষণার সঙ্গে এশিয়া কাপের স্কোয়াডও দিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড। দীর্ঘ দিন পর দলে ফিরেছেন সাব্বির রহমান।
গুলশানে বিসিবি সভাপতির বাসভবনে দীর্ঘ বৈঠকের পর ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ৩ বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেছেন হার্ড হিটার তকমা পাওয়া সাব্বির রহমান। সর্বশেষ ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে জাতীয় দলের হয়ে খেলেছিলেন এই ব্যাটার। দেশের হয়ে এখন পর্যন্ত ৪৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯৪৬ রান করেছেন তিনি।
বিজ্ঞাপন
১৭ সদস্যের দলে চমক হিসেবে রয়েছেন তিন জন ক্রিকেটার। পারভেজ হোসেন ইমন, এবাদত হোসেন জায়গা পেয়েছেন দলে। সদ্য অস্ত্রোপ্রচার হওয়া নুরুল হাসান সোহানও রয়েছেন টাইগার শিবিরে।
২৭ আগস্ট শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। এ টুর্নামেন্টের জন্য ৮ আগস্ট দল ঘোষণা করার শেষ সময় ছিল। কিন্তু ইনজুরিতে জর্জরিত টাইগার ক্রিকেটারদের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে তিনদিন সময় বাড়িয়ে নিয়েছিল বিসিবি। কিন্তু সে সময়ের মধ্যেও দল ঘোষণা করতে পারেনি টাইগার ক্রিকেট বোর্ড।
নতুন করে জটিলতা সৃষ্টি হয় সাকিব আল হাসান বেটিং সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়ে। বিসিবির কঠোর অবস্থানের পর চুক্তি বাতিল করে সাকিব। অবশেষে এশিয়া কাপের দল ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে আজ বৈঠকে বসেন দেশ সেরা এ অলরাউন্ডার।
এশিয়া কাপের দল ও অধিনায়কত্বের বিষয়সহ সমসাময়িক সব কিছু নিয়ে বৈঠকের জন্য বিকেল ৩টার দিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় গিয়েছিলেন সাকিব। বৈঠকে ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, বিসিবি পরিচালক জালাল ইউনুস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমন।
বিজ্ঞাপন
বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডঃ
সাকিব আল হাসান(অধিনায়ক), এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান,এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান।
এমএএম

