সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের যত নিয়ম 

শেখ ওবায়দুল্লাহ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের যত নিয়ম 

আইসিসির ওডিআই সুপার লিগে সবার শীর্ষে এখন বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ২০২২-এ ঘরের মাঠে ফেব্রুয়ারির তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জয়ের মধ্য দিয়ে ওয়ানডে সুপার লিগে ১০০ পয়েন্ট নিয়ে সব দলের উপরে অবস্থান করছে টাইগাররা। কিন্তু কেন চালু করা হলো সুপার লিগ, কতটি দল অংশ নেয় এ লিগে, কিভাবে ভাগ হয় পয়েন্ট ইত্যাদি সবকিছুই নিয়েই আজকের আলোচনা। 

কেন চালু হলো সুপার লিগ? 


বিজ্ঞাপন


টেস্ট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে যেমন টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের আকর্ষণ বাড়িয়েছে আইসিসি, তেমনভাবে ওয়ানডে ক্রিকেটের প্রতি আকর্ষণ বাড়াতে ২০২০ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ চালু করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ওডিআই ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে ও সবগুলো দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে আইসিসি চালু করে এ সুপার লিগ। সুপার লিগে রয়েছে মোট ১৫৬ টি ম্যাচ। ২০২০-এ ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের ওয়ানডে দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। ওয়ানডে ক্রিকেটের প্রতি আকর্ষণ বাড়ানো ছাড়াও ২০২৩ বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনা রয়েছে আইসিসির। 

ভারত বিশ্বকাপে অংশ নিবে ১০ দল । সুপার লিগ থেকে সরাসরি ৭ টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে ভারত। সুপার লিগের পয়েন্ট টেবিলের প্রথম ৭ দলের মধ্যে ভারত থাকলে আট নম্বর দল বিশ্বকাপের টিকিট পাবে। আর বাকি দুই দল আসবে সুপার লিগের শেষে থাকা দলগুলোর সাথে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে কোয়ালিফায়ার টুর্নামেন্টের মাধ্যমে। 

আইসিসির ওডিআই সুপার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষে এখন বাংলাদেশ

সুপার লিগে দল কয়টি ? 


বিজ্ঞাপন


সুপার লিগে অংশ নেয় ১৩টি দল, যেখানে একটি দলকে চূড়ান্ত চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। ১৩টি দল হলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। 

পয়েন্ট তালিকায় শেষ পাঁচ দলের কি হবে? 

লিগ শেষে পয়েন্ট তালিকার তলানিতে থাকা পাঁচটি দলেরও সুযোগ থাকবে ২০২৩ বিশ্বকাপে খেলার। আইসিসির সহযোগী দেশগুলো সাথে সুপার লিগের শেষ পাঁচটি দলের মধ্যে হবে ওডিআই বিশ্বকাপের অলিখিত বাছাইপর্ব। এ বাছাইপর্ব থেকেই নির্ধারিত হবে বিশ্বকাপের জন্য বাকি দুই দল। 

কিভাবে ভাগ হয় পয়েন্ট? 

পয়েন্ট ভাগের নিয়মটি সহজ। প্রতি ম্যাচে বিজয়ী দল পাবে ১০ পয়েন্ট এবং পরাজিত দল পাবে ০। টাই, ড্র বা পরিত্যক্ত খেলার ক্ষেত্রে উভয় দলই ৫ পয়েন্ট ভাগ করে নেবে। 

সুপার লিগে দলগুলো কয়টি করে ম্যাচ খেলবে? 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো সুপার লিগে সব দল একে অপরের মুখোমুখি হবে না। তিন ম্যাচের সিরিজে প্রতিটি দল অন্য ১২ টি প্রতিযোগী দেশের মধ্যে মাত্র আটটির মুখোমুখি হবে। অর্থাৎ, প্রতিটি দল মোট ২৪ টি লিগ ম্যাচ খেলবে। সব দল ঘরের মাঠে চারটি এবং অ্যাওয়ে সিরিজে চারটি সিরিজ খেলবে। 
যেমন: বর্তমান ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, ভারত সুপার লিগের অংশ হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না। উল্লেখ্য, এক ক্যালেন্ডারে বছরে সব ওয়ানডে ম্যাচ সুপার লিগের অংশ নয়।

এসও 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর