শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব: এবাদত 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব: এবাদত 

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে হারের সঙ্গে ক্রিকেটারদের ইনজুরি বিসিবিকে ভাবিয়ে তুলেছে। এ সিরিজের বাকি দুইটি ম্যাচে একাদশ সাজানোটাই যেন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার (৫ আগস্ট) প্রথম ওয়ানডেতে খেলার সময় চোটে পড়েছিলেন লিটন দাস এবং শরিফুল ইসলাম। তাদের দুজনের চোটে বাংলাদেশের স্কোয়াডে জায়গা পেয়েছেন নাঈম শেখ এবং এবাদত হোসেন। 

শনিবার (৬ আগস্ট) ৭.৪৫ মিনিটে দিকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেবেন এ দুইজন। যাওয়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন টাইগার পেসার এবাদত। জানিয়েছেন, হঠাৎ ডাক পাওয়ায় অবাক হয়েছেন তিনি, তবে দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করবেন। 


বিজ্ঞাপন


এবাদত বলছিলেন, ‘একটু অবাক করার মতো। ইনশাআল্লাহ্‌ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে।’

>> আরও পড়ুন: জিম্বাবুয়ে যাচ্ছেন এবাদত-নাঈম

২০২২ সালের শুরুতে নিউজিল্যান্ডকে টেস্ট হারানোয় দারুণ ভূমিকা রাখা এবাদত নিজের প্রস্তুতি প্রসঙ্গে বলেন, ‘আমি বাংলাদেশ টাইগার্সের হয়ে এইচপির বিপক্ষে খেলার জন্য খুলনায় ছিলাম। ওখানে সাদা বলের জন্য গিয়েছিলাম। তাই সাদা বলের অনুশীলনটাই করে এসেছি। গতকাল রাতে কল আসে- জাতীয় দলে যোগ দিতে হবে। শুনে খুব খুশি হয়েছি। প্রথমে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মাঝখানে যাচ্ছি।’

জিম্বাবুয়ে সিরিজের আগে টাইগার ওয়ানডে দলপতি তামিম ইকবালের সঙ্গে কথা হয়েছে বলে জানান এবাদত, ‘গত ২ বছর ধরে পেস বোলিং ইউনিট উন্নতির চেষ্টা করছে। তাসকিন, মুস্তাফিজ, শরিফুল, আমি, খালেদ- সবাই ভালো করছে। আমরা হাল ছাড়ব না। উন্নতির গ্রাফ আরো ওপরের দিকে নিয়ে যেতে চাই। এখন পর্যন্ত কারো সাথে কথা হয়নি। তামিম ভাইয়ের সাথে সিরিজের আগে কথা হয়েছে। উনি অনেক প্রেরণা দিয়েছেন।’


বিজ্ঞাপন


গতকালের ম্যাচের আগে টাইগারদের বিপক্ষে জিম্বাবুয়ের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল ২৬১ রান।  কিন্তু শুক্রবার সর্বোচ্চ রেকর্ড গড়ে জয় তুলে নেয় তারা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৩০৪ রানের বড় লক্ষ্য দিয়েছিল তামিমের দল।  ওই ম্যাচে রাজা ও কাইয়ার ব্যাটিং দক্ষতায় ১০ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় স্বাগতিকেরা। তাই নিজেদের প্রিয় ফরম্যাটে ওয়ানডেতে সিরিজেও চাপে আছে সফরকরীরা।  

এসও 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর