বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

জিম্বাবুয়ে যাচ্ছেন এবাদত-নাঈম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

জিম্বাবুয়ে যাচ্ছেন এবাদত-নাঈম

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে হারের সঙ্গে ক্রিকেটারদের ইনজুরি বিসিবিকে ভাবিয়ে তুলেছে। এ সিরিজের বাকি দুইটি ম্যাচে একাদশ সাজানোটাই যেন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রথম ওয়ানডেতে খেলার সময় চোটে পড়েছিলেন লিটন দাস এবং শরিফুল ইসলাম। তাদের দুজনের চোটে বাংলাদেশের স্কোয়াডে জায়গা পেয়েছেন নাঈম শেখ এবং এবাদত হোসেন। 

বিসিবির একটি বিশ্বস্ত সূত্র এ তথ্যটি নিশ্চিত করেছে। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দিবেন এ দুইজন। 


বিজ্ঞাপন


হারারেতে প্রথম ওয়ানডেতে ব্যাটিং করার সময় চোটে পড়েন ওপেনার লিটন দাস। ৮৯ বলে ৮১ রান করে গিয়ে চোটে পড়েন লিটন। তারপর ফিজিও এসে চিকিৎসা দেয়ার চেষ্টা করলেও তা কাজে আসেনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে এই ওপেনারকে। 

বোলিং করার সময় শরিফুল ইসলামও স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন। অপরদিকে ব্যাটিং করার সময় ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম। 

সব মিলিয়ে বড় দুশ্চিন্তায় রয়েছে টাইগার ক্রিকেট বোর্ড। তাই তড়িঘড়ি করে আজকে রাতেই জিম্বাবুয়েতে পাঠানো হচ্ছে নাঈম শেখ এবং এবাদত হোসেনকে। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাওয়া নিয়ে খুব বেশি আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিসিবি। 

এমএএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর