শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

নিজেই নিজের অভিষেকের দিন ঘোষণা করলেন হালান্ড 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ০২:৫৫ পিএম

শেয়ার করুন:

নিজেই নিজের অভিষেকের দিন ঘোষণা করলেন হালান্ড 

অনেকেই বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ মনে করে থাকেন ইংলিশ প্রিমিয়ার লিগকে। বুন্দেসলিগায় খেলা এর্লিং হালান্ড কতটা মানিয়ে নিতে পারবেন ইংল্যান্ডের দ্রুতগতির ও প্রেসিং ফুটবলের সঙ্গে তা নিয়ে সন্দেহ আছে অনেকেরই। এদিকে এখনও সিটির জার্সি গায়ে চড়িয়ে মাঠে নামা হয়নি নরওয়েজিয়ান তারকার। তবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে কাঙ্খিত অভিষেকের স্বাদ পাবেন বলে আশাবাদী হালান্ড।

আজ ২৩ বছরে পা দিয়েছেন সাবেক বরুশিয়া ডর্টমুন্ড তারকা। পরশুদিন মাঠে নামার সৌভাগ্য হলে সেটা হবে তার জন্মদিনের উপহার। 


বিজ্ঞাপন


আগামী শনিবার বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে সিটিজেনরা। এর আগে গতকাল রাতে মেক্সিকান ফুটবল লিগ 'লিগা এমএক্সের' ক্লাব আমেরিকাকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

ডর্টমুন্ডে খেলার সুবাদে বায়ার্নের বিপক্ষে খেলার কৌশল ভালই জানা আছে হালান্ডের। এখন বস গার্দিওলার ভরসা জিততে পারলেই হয়। তার বুদ্ধিদীপ্ত কৌশলে নতুন সতীর্থদের সঙ্গে আরও ক্ষুরধার হয়ে উঠবেন এই তরুণ তুর্কি এমনটাই প্রত্যাশা ভক্তদের।     

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর