শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

আমি গোলের জন্য ক্ষুধার্ত: লেভান্ডভস্কি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ০৮:৩৪ এএম

শেয়ার করুন:

আমি গোলের জন্য ক্ষুধার্ত: লেভান্ডভস্কি

'সাদামাটা' বুন্দেসলিগায় না খেলে ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা লা লিগায় খেললে হয়ত লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর কাতারে উচ্চারিত হতো তার নাম। ৩৩ বছরে এসে অবশেষে ভিড়লেন ঐতিহ্যবাহী স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। তবে কোন সন্দেহ নেই ট্রফি জিতার উপযুক্ত স্থানেই আছেন রবার্ট লেভান্ডভস্কি।

পোল্যান্ড অধিনায়ক বলেন, 'ফুটবলে জয়ের মানসিকতা থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি সেটার জন্য সেরা জায়গায়ই আমি আছি। আমি গোলের জন্য ক্ষুধার্ত।'


বিজ্ঞাপন


ইন্টার মিয়ামির বিপক্ষে লেভান্ডভস্কিকে মাঠে নামাননি জাভি। এদিকে ব্লগ্রানাদের হয়ে মাঠ মাতাতে উদগ্রীব হয়ে আছেন এই তারকা। সবসময়ের মতোই গোল করার আকাঙ্খা প্রকাশ করলেন ফিফার বর্ষসেরা ফুটবলার।

লেভান্ডভস্কি বলেন, 'সতীর্থদের সঙ্গে শেষ কয়েকটি ট্রেনিং সেশন করেছি ও এখন আমি প্রস্তুত পরবর্তী ম্যাচে (রিয়াল মাদ্রিদ) খেলার জন্য। আশা করছি অনেক গোল করতে পারব, এটাই আমার চ্যালেঞ্জ।'

এদিকে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাও উচ্ছ্বসিত এমন বড় তারকাকে দলে পেয়ে। কাতালান শিবিরে যোগ দেওয়ায় লেভান্ডভস্কি ধন্যবাদ জানিয়ে বলেন, 'এই মানুষটা অনেক চেষ্টা করেছে এখানে আসার জন্য। আমরা খুবই গর্বিত যে তুমি আমাদের হয়ে খেলতে চেয়েছ।'

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর