শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

লেভান্ডভস্কি নিজের দলে থাকায় বেঁচে গেছেন তিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

লেভান্ডভস্কি নিজের দলে থাকায় বেঁচে গেছেন তিনি

দুঃস্বপ্ন কাকে বলে সেটা রোনাল্ড কোম্যান ও তার পরবর্তী সময়ে খুব ভাল করেই দেখেছে বার্সেলোনা। তবে কিংবদন্তি মিডফিল্ডার জাভি কোচের দায়িত্বে আসার পরই সুসময়ের বাতাস বইতে শুরু করেছে কাতালান ক্লাবটিতে। সম্প্রতি রবার্ট লেভান্ডভস্কির সংযোজন আরও বাড়িয়ে দিয়েছে ব্লগ্রানাদের মনোবল।

বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়াও পঞ্চমুখ সদ্য যোগ দেয়া পোলিশ সতীর্থের প্রশংসায়। দ্রুত তাকে মাঠে খেলতে দেখার অপেক্ষায় রয়েছেন তিনি।


বিজ্ঞাপন


গার্সিয়া বলেন, 'একজন ডিফেন্ডার হিসেবে লেভান্ডভস্কিকে দলে পাওয়ার চেয়ে সেরা কিছু হতে পারে না। সে বিশ্বমানের ফরোয়ার্ড। আমি নিশ্চিত সে আমাদের অনেক সাহায্য করবে। আমি নিশ্চিত সে আমাদের অনেক কাজে আসবে।'

তবে গতকাল লেভান্ডভস্কিকে ছাড়াই ইন্টার মিয়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে জাভির শিষ্যরা। 'ফিফা দ্য বেস্ট' যদি নামাতেন কোচ তবে ডেভিড বেকহামের দলের কি হতো তা সহজেই অনুমেয়।

দারুণভাবে মৌসুম শুরু করতে এমন জয় কাজে আসবে উল্লেখ করে গার্সিয়া বলেন, 'আমি মনে করি এভাবে প্রাক মৌসুম শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমাদের এই ধারা বজায় রাখতে হবে লা লিগার শুরুতেও।'
    
এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর