মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশি ক্রিকেটাররা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের কয়েকজন নারী ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মঙ্গলবার (২৭ জানুয়ারি) হালনাগাদ নারী র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। নতুন র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বড় উন্নতি করেছেন শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, সোবানা মোস্তারি ও স্বর্ণা আক্তার।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে শারমিন আক্তার সুপ্তার দুর্দান্ত ফিফটিতে ৯ রানে জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে ৫টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে ৫২ রান করেন সুপ্তা। এই পারফরম্যান্সে তিনি ২২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫ নম্বরে উঠে এসেছেন।


বিজ্ঞাপন


দিলারা আক্তার নামিবিয়ার বিপক্ষে ২৫ রান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রান করেন। ফলে তিনি ৩৩ ধাপ এগিয়ে ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৭০ নম্বরে অবস্থান করছেন।

সোবানা মোস্তারি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেন ঝোড়ো ইনিংস। তিনি ৩টি ছক্কা ও ১টি চারে ১৬ বলে অপরাজিত ৩০ রান করেন। এর ফলে তিনি ১১ ধাপ এগিয়ে ৪৪৪ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৫২ নম্বরে উঠেছেন।

ভালো ফর্মে থাকা স্বর্ণা আক্তারও এগিয়েছেন। তিনি ১৭ ধাপ উন্নতি করে বর্তমানে ৮৩ নম্বরে রয়েছেন।

তবে র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ছন্দ হারানো এই উইকেটরক্ষক ব্যাটার ৪ ধাপ পিছিয়ে ২২ নম্বরে নেমে গেছেন।


বিজ্ঞাপন


বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে রাবেয়া খানের। তিনি বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে থেকে ১৪ নম্বরে আছেন। ফাহিমা খাতুন ৬ ধাপ এগিয়ে ৩০ নম্বরে এবং সানজিদা আক্তার মেঘলা ৬ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে উঠেছেন। তবে নাহিদা আক্তার ৬ ধাপ পিছিয়ে ৩৬ নম্বরে নেমে গেছেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর