বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘বাংলাদেশের পর পাকিস্তানও না খেললে পথে বসে যাবে সম্প্রচারকারীরা’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

শেয়ার করুন:

‘বাংলাদেশের পর পাকিস্তানও না খেললে পথে বসে যাবে সম্প্রচারকারীরা’

আসন্ন ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি খুব শিগগিরই দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকেই বিশ্বকাপে পাকিস্তানের ভবিষ্যৎ করণীয় চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। মূলত নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় আইসিসিকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়।


বিজ্ঞাপন


এর আগে আইসিসির এক বোর্ড সভায় বাংলাদেশ তাদের গ্রুপ ‘সি’-এর ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর দাবি তোলে। এই দাবির পক্ষে ভোট দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ডও। তবে মোট ১৪টি ভোট পড়ে মূল সূচি অপরিবর্তিত রাখার পক্ষে। ফলে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয় তারা টুর্নামেন্টে খেলবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে।

বাংলাদেশ সরকার শেষ পর্যন্ত সফরের অনুমতি না দেওয়ায় দুই দিন পর আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে গ্রুপ ‘সি’-তে অন্তর্ভুক্ত করে।

এই সিদ্ধান্ত ঘোষণার দিনই পাকিস্তানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বলেন, “যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের বিশ্বকাপ বয়কট করার নির্দেশ দেন, তাহলে পিসিবি সেই নির্দেশ মানবে। সেক্ষেত্রে আইসিসি চাইলে পাকিস্তানের পরিবর্তে অন্য দলকে অন্তর্ভুক্ত করতে পারে।”

নাকভির এই বক্তব্য ক্রিকেটবিশ্বে ব্যাপক আলোড়ন তোলে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলি। তিনি বলেন, মোহসিন নাকভির মন্তব্যে সম্প্রচারকারীরা দুশ্চিন্তায় পড়েছেন, কারণ ভারত-পাকিস্তান ম্যাচটি বিশ্বকাপের সবচেয়ে বড় অর্থনৈতিক আকর্ষণ।


বিজ্ঞাপন


ইউটিউব শো গেম প্ল্যান-এ বাসিত আলি বলেন, “মোহসিন নাকভি যে ভাষায় কথা বলেছেন, তাতে পুরো দুনিয়া নড়ে গেছে। তিনি বলেছেন, আমরা সরকারের কাছে জানতে চাইব, খেলব কি না। এই বক্তব্যের পর আইসিসির জন্য পরিস্থিতি সহজ থাকছে না। পাকিস্তানের উচিত বিশ্বকাপ বয়কট না করা, কারণ আমাদের তো ভারতে গিয়ে খেলতে হচ্ছে না। কিন্তু যদি সরকার বলে যে আমাদের বাংলাদেশকে সমর্থন জানাতে হবে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে?”

তিনি আরও যোগ করেন, “পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে, তাহলে সম্প্রচারকারীরা পথে বসে যাবে। পাকিস্তান সরে দাঁড়ালে তাদের জায়গায় কোন দল খেলবে? আর সেই দলের বিপক্ষে ভারতের ম্যাচ কি ভারত-পাকিস্তান ম্যাচের মতো দর্শক টানবে?”

এসটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর