আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে বিশৃঙ্খল পরিস্থিতি ও সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মাঠ ছাড়ার ঘটনা ও সহিংস আচরণ ফুটবলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট ভাষায় মন্তব্য করেন তিনি।
স্বাগতিক মরক্কোর বিপক্ষে অতিরিক্ত সময়ে পাপে গুয়ের ১–০ গোলের জয়ে শিরোপা জয়ের জন্য সেনেগালকে অভিনন্দন জানানোর পাশাপাশি ইনফান্তিনো বলেন, “আমরা মাঠে ও গ্যালারিতে অগ্রহণযোগ্য দৃশ্য দেখেছি। কিছু তথাকথিত সমর্থক এবং সেনেগালের কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণ আমরা জোরালোভাবে নিন্দা জানাই।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “এইভাবে মাঠ ছেড়ে যাওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একই সঙ্গে সহিংসতা আমাদের খেলায় সহ্য করা যায় না, এটা কোনোভাবেই ঠিক নয়। ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্ত মাঠে ও মাঠের বাইরে সবসময়ই সম্মান করতে হবে। আইন মেনে মাঠেই লড়াই করতে হবে, নইলে ফুটবলের মূল চেতনাই প্রশ্নের মুখে পড়ে।”
ফাইনালের শেষদিকে বিতর্কিত একটি পেনাল্টি সিদ্ধান্তকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছাড়লে ম্যাচ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এ সময় ম্যাচ কর্মকর্তাদের ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গ্যালারিতেও বিশৃঙ্খলা দেখা দেয়।
ঘটনার পর আফ্রিকান ফুটবল কনফেডারেশন (কাফ) এক বিবৃতিতে জানায়, তারা ম্যাচের সব ফুটেজ পর্যালোচনা করছে এবং এ বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কাফ জানায়, “কিছু খেলোয়াড় ও কর্মকর্তার অগ্রহণযোগ্য আচরণ আমরা নিন্দা জানাচ্ছি। যাদের দোষী পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।”
ফাইনালের উত্তেজনাপূর্ণ ও বিতর্কিত সমাপ্তি নিয়ে তদন্তের প্রক্রিয়া শুরু হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর ফুটবলবিশ্বের।

