মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা

আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। এসএ২০ চলাকালে কাঁধে চোট পেয়ে সন্দেহের মুখে পড়েছেন অলরাউন্ডার ডোনোভান ফেরেইরা।

শনিবার প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে জোবার্গ সুপার কিংসের হয়ে ফিল্ডিং করতে গিয়ে বাঁ কাঁধে আঘাত পান ফেরেইরা। ইনিংসের শেষ বলে বাউন্ডারি ঠেকাতে কাভার বাউন্ডারিতে ফুল লেংথ ডাইভ দিয়েছিলেন তিনি, তবে অস্বস্তিকরভাবে কাঁধের ওপর পড়ে যান। বল শেষ পর্যন্ত বাউন্ডারিতেই পৌঁছায়।


বিজ্ঞাপন


চোটের পর ব্যাট করতে নামলেও ফেরেইরা মাত্র এক বল খেলেই রিটায়ার্ড হার্ট হন। হাত সোজা করতে স্পষ্ট সমস্যায় ভুগছিলেন তিনি। ম্যাচ-পরবর্তী সম্প্রচারে ফেরেইরা জানান, তিনি ভালো অনুভব করছেন না এবং পরদিন স্ক্যান করাবেন। পরবর্তী পরীক্ষায় কাঁধে ফ্র্যাকচার ধরা পড়েছে। এই চোটের কারণে চলতি এসএ২০ মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ফেরেইরা। প্লে-অফের দৌড়ে থাকা জোবার্গ সুপার কিংসকে কোয়ালিফাই করতে হলে সোমবার পার্ল রয়্যালসকে হারাতেই হবে।

ফেরেইরার অনুপস্থিতি বিশ্বকাপের পরিকল্পনাতেও প্রভাব ফেলতে পারে দক্ষিণ আফ্রিকার। ফিনিশার হিসেবে, ব্যাক-আপ উইকেটকিপার এবং পার্টটাইম বোলিং অপশন হিসেবে স্কোয়াডে ছিলেন তিনি। ফলে বিকল্প ভাবতে বাধ্য হতে পারে টিম ম্যানেজমেন্ট। সম্ভাব্য বিকল্পদের মধ্যে আছেন রায়ান রিকেলটন, এসএ২০তে দুটি সেঞ্চুরি করে নজর কেড়েছেন তিনি এবং উইকেটকিপিংয়ের বিকল্পও দিতে পারেন, যদিও তিনি টপ অর্ডারের ব্যাটার। এছাড়া ট্রিস্টান স্টাবস ও ম্যাথিউ ব্রিটজকেকেও বিবেচনায় রাখা হতে পারে, তবে সাম্প্রতিক সময়ে স্টাবস ফর্মে নেই।

বিশ্বকাপের আগে উদ্বেগের তালিকায় এটিই একমাত্র নয়। ডিসেম্বরের হ্যামস্ট্রিং চোট থেকে ফেরা টনি ডি জর্জির ফিটনেসও পর্যবেক্ষণে রয়েছে। চলতি মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে তার খেলার সম্ভাবনা আছে। এদিকে এসএ২০-এর সর্বোচ্চ উইকেটশিকারি অটনেইল বার্টম্যানকে বিশ্বকাপ স্কোয়াডে না রাখায় সমালোচনার মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকা। দলটিতে আগে থেকেই ছয়জন পেসার থাকায় ভারসাম্যের ঘাটতির কথা বলেছে নির্বাচকরা।

উল্লেখ্য, আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকা ৯ ফেব্রুয়ারি কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। গ্রুপ পর্বে তাদের অন্য প্রতিপক্ষ আফগানিস্তান, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।


বিজ্ঞাপন


দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ২০২৬:
এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), ডেভিড মিলার, কেশভ মহারাজ, মার্কো ইয়ানসেন, আনরিখ নর্টজে, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জেসন স্মিথ, করবিন বশ, কুয়েনা মাফাকা, জর্জ লিন্ডে ও ডোনোভান ফেরেইরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর