মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বার্সেলোনার জয়রথ থামাল সোসিয়েদাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

বার্সেলোনার জয়রথ থামাল সোসিয়েদাদ

রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে লা লিগার শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেল বার্সেলোনা। রোববার রুদ্ধশ্বাস ম্যাচে গনসালো গেদেসের নৈপুণ্যে হানসি ফ্লিকের দলকে ২-১ গোলে হারায় লা রিয়াল। এর ফলে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারের স্বাদ পেল কাতালানরা।

বৃষ্টিভেজা মাঠে শুরু থেকেই ছিল তীব্র উত্তেজনা। ম্যাচের প্রথম মিনিটেই মিকেল ওয়ারসাবালের হেড থেকে জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। অন্য প্রান্তে ফেরমিন লোপেসের দূরপাল্লার শটেও গোল পায়নি বার্সা, বিল্ডআপে দানি ওলমোর ফাউলের কারণে সেটিও বাতিল হয়।


বিজ্ঞাপন


খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় স্বাগতিকরা। গেদেসের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন ওয়ারসাবাল। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা আক্রমণের গতি বাড়ালেও একের পর এক সুযোগ নষ্ট হয়। দানি ওলমোর শট পোস্টে লাগে, রবার্ট লেভানডোভস্কির হেড ক্রসবারে ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক আলেক্স রেমিরো।

৭০ মিনিটে অবশেষে সমতা ফেরায় বার্সেলোনা। লামিন ইয়ামালের নিখুঁত ক্রসে হেডে গোল করেন বদলি নামা মার্কাস রাশফোর্ড। তবে সেই আনন্দ বেশি সময় টেকেনি। মুহূর্তের মধ্যেই বার্সা গোলকিপার হোয়ান গার্সিয়ার হাত ফসকে যাওয়া বল থেকে সুযোগ কাজে লাগান গেদেস, দ্বিতীয় গোল করে আবারও এগিয়ে দেন সোসিয়েদাদকে।

শেষ দিকে বার্সেলোনা একের পর এক আক্রমণ চালালেও সমতা ফেরাতে পারেনি। জুল কুন্দের হেড ক্রসবারে লেগে ফিরে আসে, আর যোগ করা সময়ে কর্নার থেকে সরাসরি শটে পোস্টে বল লাগান রাশফোর্ড। ৯০ মিনিটের আগে কার্লোস সোলার লাল কার্ড দেখলেও ১০ জনের দল নিয়েই জয় ধরে রাখে লা রিয়াল।

এই জয়ে নতুন কোচ পেলেগ্রিনো মাতারাজ্জোর অধীনে টানা চার ম্যাচ অপরাজিত থাকল রিয়াল সোসিয়েদাদ, উঠে এলো অষ্টম স্থানে। ম্যাচ শেষে ফ্লিক বলেন, “আমরা ভালো খেলেছি, কিন্তু ভাগ্য আমাদের পক্ষে ছিল না। এমন দিন আসে, এখন পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।”


বিজ্ঞাপন


অন্যদিকে দিনের আরেক ম্যাচে আলাভেসকে ১-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। আলেক্সান্ডার সোরলথের হেডারেই ম্যাচের একমাত্র গোল আসে। এই জয়ে তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের সমান পয়েন্টে উঠে এসেছে দিয়েগো সিমিওনের দল। সোরলথের এটি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে তৃতীয় গোল। এদিকে বার্সেলোনার এই হারের সুযোগ নিয়েছে রিয়াল মাদ্রিদ। লেভান্তেকে হারিয়ে শীর্ষে কাতালানদের সঙ্গে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে এনেছে তারা। শিরোপা লড়াই এখন আরও জমে উঠেছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর