এবারের বিপিএল নিয়ে নাটকীয়তা কম হয়নি। তবে সব বাধা বিপত্তি কাটিয়ে শেষ ভাগে এবারের আসর। রুদ্ধশ্বাস উত্তেজনা আর মাঠের লড়াই শেষে গতকাল শেষ হয়েছে এবারের আসরের লিগ পর্বের। এখন অপেক্ষা প্লে-অফ পর্বের, যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল লড়বে শিরোপার জয়ের লক্ষ্যে। আগামী ২০ জানুয়ারি থেকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এই মহারণ।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার, ফাইনাল শুক্রবার। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে প্রথম পর্ব শেষ করেছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স। গতকাল শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের কাছে হারা চট্টগ্রাম রয়্যালস ১২ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। শীর্ষ দুই দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে।
বিজ্ঞাপন
চট্টগ্রামের সমান ১২ পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে রংপুর রাইডার্স। এলিমিনেটরে দলটির প্রতিপক্ষ সিলেট টাইটানস। ১০ পয়েন্ট নিয়ে সিলেট আছে পয়েন্ট টেবিলের চারে।
নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে টেবিলের সেরা দুই দল রাজশাহী ও চট্টগ্রাম। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। অন্যদিকে, এলিমিনেটর ম্যাচে লড়বে রংপুর ও সিলেট। এলিমিনেটরের পরাজিত দল বিদায় নেবে এবং জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে।
প্লে-অফের সূচি
২০ জানুয়ারি- এলিমিনেটর (রংপুর-সিলেট) দুপুর ১টা
২০ জানুয়ারি- ১ম কোয়ালিফায়ার (রাজশাহী-চট্টগ্রাম) সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি- ২য় কোয়ালিফায়ার সন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারি- ফাইনাল সন্ধ্যা ৭টা

