সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১১:২৪ এএম

শেয়ার করুন:

এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল

এবারের বিপিএল নিয়ে নাটকীয়তা কম হয়নি। তবে সব বাধা বিপত্তি কাটিয়ে শেষ ভাগে এবারের আসর। ইতোমধ্যেই প্লে অফের চার দল নির্ধারিত হয়েছে। এ পর্ব শেষেই শিরোপার লড়াইয়ে ফাইনালে মাঠে নামবে দুই দল। তবে শেষ মুহূর্তে এসে ফাইনালের সূচিতে কিছুটা বদল আনা হয়েছে। এগিয়ে আনা হয়েছে শিরোপা নির্ধারণী ম্যাচের সময়। 

বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। তবে সময় এগিয়ে আনা হয়েছে। ১ ঘন্টা এগিয়ে ফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ৬টায়। রোববার রাতে লিগ পর্বের সব খেলা শেষ হওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে প্লে-অফ ম্যাচগুলোর জন্য কোনো ‘রিজার্ভ ডে’ না রাখার কথাও জানানো হয়েছে। যদিও আঁটসাঁট সূচিতে রিজার্ভ ডে রাখার মতো কোনো দিন ফাঁকা ছিল না।

এবারের বিপিএলের সূচিতে বারবার পরিবর্তন আনতে হয়েছে আয়োজকদের। আসরের মাঝপথে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুদিন খেলা বন্ধ রাখা হয়। ফাইনালের পূর্বনির্ধারিত তারিখ ঠিক রাখতে গিয়ে বাতিল করতে হয় চট্টগ্রাম পর্ব। সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হয় সিলেটে।

আগামীকাল (মঙ্গলবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। এলিমিনেটর জয়ী ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলকে নিয়ে বুধবার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর