নটিংহাম ফরেস্টের মাঠে একের পর এক সুযোগ নষ্ট করায় জয়ের বদলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো আর্সেনালকে। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হলেও ম্যানচেস্টার সিটি ডার্বিতে হেরে যাওয়ায় লিগ টেবিলের শীর্ষে সাত পয়েন্টের লিড নিয়েছে মিকেল আর্তেতার দল।
ম্যাচের বড় সময়জুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্সেনাল। তবে ফরেস্টের দৃঢ় রক্ষণ আর আর্সেনাল ফরোয়ার্ডদের দুর্বল ফিনিশিংয়ের কারণে গোলের দেখা পায়নি তারা।
বিজ্ঞাপন
১২ মিনিটে নিকোলাস ডমিঙ্গেজের ডিফ্লেক্টেড শট কর্নারে গেলে গর্জে ওঠে স্বাগতিক দর্শকরা। এরপরই আক্রমণের গতি বাড়ায় আর্সেনাল। বেন হোয়াইটের ক্রস থেকে কর্নার পায় তারা, সেই কর্নার থেকে ননি মাদুয়েকের শট গিয়ে পড়ে গ্যাব্রিয়েল মার্তিনেলির পায়ে। তবে কাছ থেকে নেওয়া শটটি অল্পের জন্য বাইরে চলে যায়।
ভুল সামলে দারুণভাবে ফিরেছিলেন ফরেস্টের ডিফেন্ডার মুরিলো। মাঝমাঠে বল হারিয়েও তিনি ভিক্টর গিওকারেসকে গোলের সুযোগ নিতে দেননি। বড় অঙ্কের ট্রান্সফার ফি নিয়ে আসা এই স্ট্রাইকার ম্যাচজুড়ে তেমন প্রভাব রাখতে পারেননি। ম্যাচের সেরা সুযোগটি আসে বদলি খেলোয়াড় বুকায়ো সাকার পায়ে। ডেকলান রাইসের ক্রসে হেড করে গোলের দিকে বল পাঠান সাকা, কিন্তু ফরেস্ট গোলরক্ষক মাত্স সেলস আঙুলের ডগায় বল ছুঁয়ে দুর্দান্ত সেভ করেন।
এরপর রাইসের ফ্রি-কিক থেকে হেড করেছিলেন মিকেল মেরিনো, সেটিও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত ফরেস্টের রক্ষণ ভেদ করতে পারেনি আর্সেনাল। ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ম্যানচেস্টার সিটি ও তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে তারা এগিয়ে সাত পয়েন্টে। নটিংহাম ফরেস্ট ২২ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে, ওয়েস্ট হ্যামের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে।

