চলতি মৌসুমের মাঝপথে আসতে না আসতেই বিপাকে পড়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার কাছে লা লিগার শীর্ষস্থান হারানোর পাশাপাশি কাতালান ক্লাবটির কাছে হেরে খোয়াতে হয়েছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। সেই হারের পর চাকরি গেছে শাবি আলোনসোর। এরপর নতুন কোচ আল্ভারো আলবেরোয়ার অধীনে হারতে হয়েছে দ্বিতীয় বিভাগের দলের কাছে। বাজে সময়ের মধ্যে থাকা রিয়াল গতকাল ঘরের মাঠে খেলেছে লেভান্তের বিপক্ষে।
বাজে সময় কাটিয়ে উঠতে ম্যাচের আগের দিন সান্তিয়াগো বের্নাবেউয়ে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছিলেন রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়া। কিন্তু ম্যাচ শুরুর আগে থেকেই ঘরের মাঠে প্রতিকূল পরিবেশের মধ্যে পড়তে হয় দলকে। বিশেষ করে দুয়োধ্বনি শুনতে হয় ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে। তবে ম্যাচ শেষে আরবেলোয়া সমর্থকদের এই আচরণকে স্বাভাবিকভাবেই নিয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার লা লিগায় ঘরের মাঠে লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে হতাশার একটি সপ্তাহ শেষ করে রিয়াল। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন কিলিয়ান এমবাপে ও রাউল আসেনসিও।
গত রোববার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পরদিন রিয়ালের দায়িত্ব ছাড়েন শাবি আলোনসো। এরপর আরবেলোয়ার অধীনে দ্বিতীয় স্তরের ক্লাব আলবাসেতের বিপক্ষে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় মাদ্রিদের ক্লাবটিকে। সব মিলিয়ে রেলিগেশন অঞ্চলে থাকা লেভান্তের বিপক্ষে মাঠে নামার আগে ব্যাপক চাপে ছিল তারা।
কোচের ডাকে সাড়া না দিয়ে ম্যাচের শুরুর থেকেই দুয়োধ্বনিতে ভেসে যায় পুরো স্টেডিয়াম। বিশেষ করে ভিনিসিয়ুস ও বেলিংহ্যামের প্রতি সমর্থকরা ছিল আক্রমণাত্মক। বিবর্ণ প্রথমার্ধে এই দুই ফুটবলার যখনই বল স্পর্শ করেছেন তখনই তাদের উদ্দেশে দুয়ো দিতে থাকেন সমর্থকরা।
বিরতিতে মাঠ ছাড়ার সময় দলের উদ্দেশে সাদা রুমাল নাড়িয়ে প্রতিবাদ জানাতে দেখা যায় সমর্থকদের। এমনকি দুয়োর হাত থেকে রক্ষা পাননি ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও।
বিজ্ঞাপন
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দুয়োধ্বনি প্রসঙ্গে জানতে চাওয়া হলে আরবেলোয়া বলেন, “বের্নাবেউয়ের প্রতি আমার সবসময়ই অনেক শ্রদ্ধা ছিল। আমাকে নিয়েও অনেক দুয়ো দেওয়া হয়েছে। আর যা আমাদের মহান করে তোলে তা হলো এই ক্লাবের উচ্চ মান... ভক্তরা জানেন রিয়াল মাদ্রিদের স্তরে থাকার জন্য আমরা আরও অনেক কিছু দিতে পারি।”
“আমরা জানি আমাদের কেমন সপ্তাহ কেটেছে এবং আমাদের ওপর কী ধরনের চাহিদা রয়েছে। আমাদের এটি স্বাভাবিকভাবে নিতে হবে। তাদের নিয়ে আমার কোনো অভিযোগ নেই। বের্নাবেউয়ে আরও অনেক কিছু দেওয়ার দায়িত্ব আমাদের।”
গত মৌসুমে ২২ গোল করা ভিনিসিয়ুস এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ছয়টি গোল করেছেন। অন্যদিকে গত মৌসুমে ১৫ গোল করা বেলিংহ্যাম এই মৌসুমে পাঁচবার জালের দেখা পেয়েছেন।
ছন্দ হারিয়ে ফেলা ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০২৭ সালের জুন পর্যন্ত। ম্যাচের আগে গা গরমের সময় তাকে উদ্দেশ করে দুয়ো দেওয়া হয়েছিল। এরপর ম্যাচ খেলতে মাঠে নামার আগে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে টানেলে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়।
ভিনিসিয়ুসকে পুরোনো রূপে ফেরাতে বদ্ধপরিকর রিয়ালের নতুন কোচ বলেন, “আমি ভিনিসিয়ুসের উন্নতির জন্য কাজ করতে যাচ্ছি। আমি তার সতীর্থদের বলব তাকে যতটা সম্ভব বেশি বল দিতে। সে বিশ্বের অন্যতম বিপজ্জনক খেলোয়াড়দের একজন। একজন রিয়াল মাদ্রিদ খেলোয়াড় কেমন হওয়া উচিত সে তারই প্রতিফলন।”

