রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নবাগত ইতালির দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:০২ পিএম

শেয়ার করুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নবাগত ইতালির দল ঘোষণা

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইতালি। এটিই হবে বিশ্বকাপে ইতালির প্রথম অংশগ্রহণ। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের আসর।

দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ওয়েন ম্যাডসেন। স্কোয়াডে রয়েছে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি বেশ কয়েকটি পরিচিত মুখ। সাবেক দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক জেজে স্মাটস জায়গা পেয়েছেন দলে। পাশাপাশি স্কোয়াডে রয়েছে দুই জমজ ভাই হ্যারি ও বেঞ্জামিন মানেন্তি এবং অ্যান্থনি ও জাস্টিন মোসকা।


বিজ্ঞাপন


বাছাই পর্বে ইতালির অধিনায়ক ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান জো বার্নস। তবে গত বছরের শেষ দিকে তাঁকে অধিনায়কত্ব থেকে সরানো হয় এবং স্কোয়াড থেকেও বাদ দেওয়া হয়। ২০২৫ সালের জুলাইয়ে অনুষ্ঠিত ইউরোপ আঞ্চলিক বাছাইপর্বে নেদারল্যান্ডসের পর দ্বিতীয় হয়ে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে ইতালি।

কোচিং স্টাফে প্রধান কোচ হিসেবে রয়েছেন জন ডেভিসন। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন আয়ারল্যান্ডের সাবেক তারকা কেভিন ও’ব্রায়েন এবং স্কটল্যান্ডের সাবেক অলরাউন্ডার ডাগি ব্রাউন। ড্র অনুযায়ী, ইতালি পড়েছে গ্রুপ ‘সি’-তে, যেখানে তাদের সঙ্গী বাংলাদেশ, ইংল্যান্ড, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজ।

৯ ফেব্রুয়ারি কলকাতায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইতালি। এরপর ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা। ১৬ ফেব্রুয়ারি আবার কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ইতালি এবং ১৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপপর্ব শেষ করবে।

আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হবে ৭ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত। প্রথম পর্বে ২০ দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। এরপর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল।


বিজ্ঞাপন


ইতালির স্কোয়াড:
জাইন আলী, মার্কাস ক্যাম্পোপিয়ানো (উইকেটকিপার), আলী হাসান, ক্রিশান কালুগামাগে, ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), হ্যারি মানেন্তি, জিয়ান পিয়েরো মিড, অ্যান্থনি মোসকা, জাস্টিন মোসকা, সৈয়দ নাকভি, বেঞ্জামিন মানেন্তি, যাসপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট ও থমাস ড্রাকা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর