শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মৃত্যুর সঙ্গে লড়ছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:০৩ এএম

শেয়ার করুন:

মৃত্যুর সঙ্গে লড়ছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার

সাবেক আফগানিস্তান পেসার শাপুর জাদরান এখন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। গুরুতর অসুস্থতার কারণে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি, সংঘাত আর সীমিত সুযোগ–সুবিধার মধ্যেও আফগানিস্তান ক্রিকেটকে বিশ্বমঞ্চে পরিচিত করতে শাপুর জাদরানের বড় ভূমিকা ছিল। মাঠে তার লড়াকু মানসিকতা আর দৃঢ়তা বরাবরই প্রশংসিত হয়েছে। তবে এবার মাঠের বাইরে জীবনের সবচেয়ে বড় লড়াইয়ে নামতে হচ্ছে তাকে।


বিজ্ঞাপন


পরিবার ও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শাপুর কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১২ জানুয়ারি তার ভাই ঘামাই জাদরান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শাপুরের অবস্থা আশঙ্কাজনক এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আফগান ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তার শরীরে শ্বেত রক্তকণিকার মাত্রা বিপজ্জনকভাবে কমে গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। তবে ঠিক কী ধরনের অসুখে তিনি ভুগছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো চিকিৎসা প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

শাপুর জাদরানের অসুস্থতার খবরে ক্রিকেট বিশ্বে উদ্বেগ ছড়িয়েছে। আফগানিস্তানের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর ক্রিকেটার ও ভক্তরাও তার জন্য প্রার্থনা করছেন। সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সিংহের মতো হৃদয় নিয়ে খেলা এই ক্রিকেটারটির এখন সবার দোয়া আর সমর্থন প্রয়োজন।’ তার এই বার্তার পর অসংখ্য ভক্ত ও ক্রিকেটার শাপুরের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শাপুর জাদরানের। প্রায় এক দশকের ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি। ওয়ানডেতে তার উইকেট ৪৩টি, আর টি-টোয়েন্টিতে ৩৭টি।

তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত আসে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে। স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শাপুর। সেই ম্যাচে উইকেট নেওয়ার পাশাপাশি জয়ের রানটিও করেন তিনি। ২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই অভিজ্ঞ পেসার।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর