শাবি আলোনসোর বরখাস্তের পর কোপা দেল রে সেকেন্ড ডিভিশনের ১৭তম দলের কাছে লজ্জার পরাজয় স্বীকার করেছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে থেকে ছিটকে গিয়ে যখন ধুঁকছে লস ব্লাঙ্কোসরা তখন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে একের পর এক সমস্যায় পড়ছে স্প্যানিশ জায়ান্টরা। সর্বশেষ কিলিয়ান এমবাপেকে ঘিরে পাওয়া খবর ক্লাবের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাঁ হাঁটুর চোটের কারণে লা লিগায় লেভান্তের বিপক্ষে আসন্ন ম্যাচে এমবাপের না খেলার সম্ভাবনাই এখন বেশি। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠেয় এই ম্যাচের আগে এমন খবর রিয়ালের জন্য মোটেও স্বস্তির নয়।
বিজ্ঞাপন
এর আগে কোপা দেল রেতে আলবাসেতের বিপক্ষে অপ্রত্যাশিত বিদায়ে ধাক্কা খেয়েছে আলোন্সো চাকরি হারানোর পর প্রধান কোচের দায়িত্ব নেওয়া আলভারো আরবেলোয়ার দল। সেই হারেই স্কোয়াডের গভীরতা ও খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তার ওপর এমবাপের চোট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
প্রতিবেদন অনুযায়ী, এমবাপের হাঁটুর অবস্থায় কিছুটা উন্নতি হলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। চিকিৎসকরা বিষয়টি নিয়ে বেশ সতর্ক, বিশেষ করে সামনে থাকা কঠিন সূচির কথা মাথায় রেখে। প্রতিবেদনে বলা হয়, “বাঁ হাঁটুর ব্যথা কিছুটা কমেছে ঠিকই, তবে ফরাসি ফরোয়ার্ড এখনো উচ্চমাত্রার ম্যাচ খেলার মতো ফিট নন।”
এই সমস্যার কারণে সাম্প্রতিক ম্যাচ ও অনুশীলনে এমবাপের অংশগ্রহণও সীমিত ছিল। সৌদি আরবে বার্সেলোনার বিপক্ষে সুপার কাপ ফাইনালে তিনি খেলতে পেরেছিলেন মাত্র শেষ ২০ মিনিট। এরপর কোপা দেল রের ম্যাচে তো পুরোপুরি ছিটকেই যান, যেখানে রিয়াল মাদ্রিদ হতাশাজনকভাবে বিদায় নেয়।
যদিও বৃহস্পতিবার এমবাপেকে অনুশীলনে বেশ স্বচ্ছন্দই দেখা গেছে, তবুও হাঁটুর অস্বস্তি পুরোপুরি কাটেনি। তাই গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ হলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ক্লাব ও খেলোয়াড়- দু’পক্ষই। এর পেছনে বড় কারণ, সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে মোনাকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় অভিযানের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই ম্যাচের ওপর।
বিজ্ঞাপন
দলের সর্বোচ্চ গোলদাতা এমবাপেকে সেই ম্যাচের জন্য পুরোপুরি সুস্থ রাখাই এখন রিয়াল মাদ্রিদের প্রধান লক্ষ্য।

