শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিপিএলের স্থগিত ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

বিপিএলের স্থগিত ম্যাচের টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার জানিয়েছে, ১৫ জানুয়ারির বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টি ম্যাচগুলোর জন্য যারা টিকিট কিনেছিলেন, তারা টিকিটের মূল্য ফেরত পাওয়ার সুযোগ পাবেন।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, টিকিট ফেরতের জন্য দর্শকদের অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইট gobcbticket.com.bd এ তে গিয়ে রিফান্ড ক্লেইম করার সুযোগ থাকছে।


বিজ্ঞাপন


615541938_1368488308622999_4520393236186609412_n

এদিকে, ১৬ জানুয়ারির ম্যাচগুলোর জন্য কেনা টিকিট পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী একই দিনের ম্যাচে বৈধ থাকবে বলেও জানিয়েছে বোর্ড।

এছাড়া, শুক্রবারের ম্যাচগুলোর টিকিট অনলাইনে বিক্রি অব্যাহত রয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর