সব বাধা পেরিয়ে আবার মাঠে গড়িয়েছে বিপিএল। আর শেষ পথে এসে এবার অধিনায়ক বদল করল রংপুর রাইডার্স। শক্তিশালী দল নিয়েও এখনও প্লে অফ নিশ্চিত করতে পারেনি রংপুর। এ কারণে লম্বা সময় ধরে নেতৃত্বে থাকা নুরুল হাসানকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে।
বিপিএলে লিগ পর্বে রংপুরের বাকি আছে ২ ম্যাচ। এ ২ ম্যাচে জিতলে শেষ চারে যাবে রংপুর। এমন অবস্থায় নেতৃত্বে আসলেন লিটন। এদিকে এবারের আসরে রানখরায় ভুগছেন লিটন। ৮ ম্যাচে করেছেন ১৬২ রান। গড় ও স্ট্রাইকরেট ২০.২৫ ও ১৩৫।
বিজ্ঞাপন
এমন অবস্থায় রংপুরের নেতৃত্ব তাঁর ওপর কি বাড়তি চাপ সৃষ্টি করবে—লিটন অবশ্য তা মনে করেন না। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে ৩১ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘না, কোনো বাড়তি চাপ নেই। চেষ্টা করব শতভাগ দেওয়ার। তবে আপনি যেটা বললেন এখন পর্যন্ত আমি নিজের ওপর যে আশা রাখি, সবাই যা আশা করেন, সেভাবে করতে পারিনি। কিন্তু কমতি কখনোই ছিল না। চেষ্টা করব এখান থেকে ঘুরে দাঁড়িয়ে যেন ভালো কিছু দিতে পারি।’
৮ ম্যাচে চার জয় ও চার হারে ৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের চারে রংপুর। সোহানদের সঙ্গে প্লে অফে যাওয়ার লড়াইয়ে আছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। তবে এটা নিয়ে তেমন একটা চিন্তিত নন লিটন। রংপুরের নতুন অধিনায়ক বলেন,‘আমার কাছে এটা বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে না। কারণ, আমরা এক ম্যাচ জিতলেই সুপার ফোরে। আমাদের জন্য সেটা সবচেয়ে বেশি জরুরি। তারপর ম্যাচ ধরে ধরে এগোলে ফাইনালে যাওয়ার সুযোগ আসবে। আমাদের ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ এখনো আছে।’

