বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করছেন ক্রিকেটাররা। সেই পরিচালক পদত্যাগ না করলে সবধরনের খেলা বয়কটের সিদ্ধান্ত নিয়ে আল্টিমেটাম দেন ক্রিকেটাররা। সেই আল্টিমেটামের সিদ্ধান্তেই শেষ পর্যন্ত অনড় ছিলেন তারা। ফলে বিপিএলের দিনের প্রথম ম্যাচের খেলা মাঠে গড়ায়নি। এদিকে দুপুরে সংবাদ সম্মেলনে হাজির হয়ে মোহাম্মদ মিঠুনরা জানিয়েছেন, নিজেদের সিদ্ধান্তে অনড় আছেন তারা।
সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘মাঠে যাবো একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে।’
বিজ্ঞাপন
নাজমুল নিজের করা মন্তব্যের মাধ্যমে পুরো ক্রিকেট খেলাকেই অপমান করেছেন জানিয়ে বলেন, ‘এগুলো অসহায় বাধ্য হয়ে করতে হচ্ছে। আমরা ওই স্ট্যান্ডেই আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এটার মাধ্যমে সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।’
ক্রিকেটারদের দাবি মেনে নাজমুল পদত্যাগ করলে দিনের দ্বিতীয় ম্যাচে ক্রিকেটাররা খেলতে নামবেন বলে জানিয়েছেন ক্রিকেটাররা।

