বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

সাবিনার জড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোলে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারতকে ৩–১ গোলে হারিয়েছে লাল-সবুজের দল।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ভারতকে চাপে রেখেই খেলেছে বাংলাদেশ। সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকারকে সামলাতে হিমশিম খেতে হয় ভারতীয় দলকে।


বিজ্ঞাপন


প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। কৃষ্ণা রানীর সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলে দুইবারই ফাঁকা জালে বল পাঠান সাবিনা। তার জোড়া গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

বিরতির পর পাল্টা আক্রমণ থেকে ব্যবধান আরও বাড়ান মাতসুশিমা সুমাইয়া। বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শটে বল জালে জড়িয়ে ম্যাচ কার্যত বাংলাদেশের করে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে একটি সান্ত্বনাসূচক গোল পায় ভারত। তবে তাতে ম্যাচের ফল বদলাতে পারেনি তারা। সব মিলিয়ে শক্তিশালী পারফরম্যান্সে টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ নারী ফুটসাল দল।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর