বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে ক্রিকেটাররা। বিসিবির পক্ষ থেকে আশ্বাস এবং বোঝানোর চেষ্টা করা হলেও ক্রিকেটাররা নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে নারাজ। এমন অবস্থায় বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের প্রথম ম্যাচটি যথাসময়ে শুরু হচ্ছে না।
সিলেট পর্ব শেষে আজ থেকে বিপিএল ফিরছে ঢাকায়। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মাঠে নামার কথা। তবে এখনো পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে ক্রিকেটাররা অটল আছেন বলেই জানা গেছে।
বিজ্ঞাপন
আজ দিনের প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর ১টায়। তবে নিজেদের অবস্থানে অনড় ক্রিকেটাররা ম্যাচ শুরু সময়েই সংবাদ সম্মেলন ডেকেছেন। সংবাদ সম্মেলন উপলক্ষে হোটেল শেরাটনে উপস্থিত হয়েছেন ক্রিকেটাররা।
রাতভর আলোচনার পর লাভ না হওয়ায় বেলা গড়াতে আবার ক্রিকেটারদের সাথে আলোচনা হয় বিসিবির। বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, 'আমি এসেছিলাম, খেলোয়াড়দের সাথে কথা বলেছি। এমনকি আমরা একটা প্রেস রিলিজও দিয়েছি যে এটা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেছেন। প্রক্রিয়া অনুযায়ী… তাকে শোকজ লেটার দেওয়া হয়েছে। আমরা এই কথা সাপোর্ট করি না। কিন্তু একটা প্রসেস আছে।'
বিসিবি আপ্রাণ চেষ্টা করছে বলে মিঠু জানান, 'উনাদের বুঝিয়েছি। এখন যদি মাঠে আসে খেলা হবে। প্রথম ম্যাচ সময়মতো না হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।'

