বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নাজমুল পদত্যাগ না করলে খেলা বয়কটের সিদ্ধান্ত ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

নাজমুল পদত্যাগ না করলে ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত ক্রিকেটারদের

মুস্তাফিজুর রহমানের আইপিএল না খেলতে পারা নিয়ে যখন উত্তাল ক্রিকেটাঙ্গণ তখনই বিস্ফোরক মন্তব্য করে আলোচনার জন্ম দেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। তামিম ইকবালকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন তিনি। 

এর রেশ কাটতে না কাটতেই এবার ক্রিকেটারদের বেতন ইস্যুতে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। এর প্রতিবাদে ক্রিকেটাররা খেলা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।


বিজ্ঞাপন


বুধবার (১৪ জানুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল ইসলাম। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, ভারতের সাথে টানাপোড়নের কারণে বাংলাদেশ বিশ্বকাপে না খেললে আর্থিক ক্ষতি হবে কি না। 
জবাবে নাজমুল বলেন, 'বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।'
তিনি আরও বলেন, 'কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।'
ক্রিকেটাররা কিছুই করতে পারেনি জানিয়ে তিনি বলেন, 'এই প্রশ্ন তুলতেই পারবে না। কারণ হচ্ছে, আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত একটাও বৈশ্বিক কাপ আনতে পেরেছি? প্রতিবারই তো বলতে পারি, তোমরা খেলতে পারো নাই, তোমাদের পেছনে যা খরচ করেছি নিতে থাকি। ফেরত দেও।'
এ সময় প্রসঙ্গ ওঠে পারফরম্যান্স অনুযায়ী পারিশ্রমিকের। জবাবে নাজমুল জানান, 'ভবিষ্যতে এই ধরনের চিন্তা হতে পারে, পারফরম্যান্স বেইজড। আমার একার সিদ্ধান্তে হবে না। বোর্ডের সিদ্ধান্তে হবে। বোর্ড ডিসাইড করবে। আমার পয়েন্ট অব ভিউ হতেই পারে। কথা যেহেতু আসছে, সামনে এমন হতেই পারে। আপনারা সবাই তো এই বিষয়ে সাজেস্ট করছেন। আমি ২৫ জনের একজন, তবে আমিই ২৫ জন না।'
এদিকে নাজমুলের এমন মন্তব্যে প্রতিবাদ জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, "যদি ঐ বোর্ড পরিচালক (এম নাজমুল) আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করে, তাহলে কোনো ধরনের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা।"
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, এম নাজমুলের মন্তব্য অনুপযুক্ত, আপত্তিকর বা আঘাতজনক হিসেবে গণ্য হতে পারে। তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে, অনুমোদিত চ্যানেল ছাড়া পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের অবস্থান বা নীতির প্রতিফলন নয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর