বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কোচের সঙ্গে বাজে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রিয়ালের তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

কোচের সঙ্গে বাজে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রিয়ালের তারকা ফুটবলার

চলতি মৌসুমের অর্ধেক পেরোতে না পেরোতেই বেকায়দায় রিয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম ক্লাবটি ইতোমধ্যেই প্রধান কোচকে সরিয়ে দিয়েছে। লস ব্লাঙ্কোসদের সাবেক কিংবদন্তি শাবি আলোনসোকে ঘটা করেই কোচ করে এনেছিল মাদ্রিদের ক্লাবটি। তাঁর কাছে প্রত্যাশাও ছিল অনেক। তবে তা পূরণ হয়নি। একই সঙ্গে দলের সিনিয়র ফুটবলারদের সঙ্গে সম্পর্কের অবনতি আর ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ হারানো এবং সবশেষে বার্সেলোনার কাছে সুপার কাপের শিরোপা খোয়ানো- সব মিলিয়ে চাকরি হারিয়েছেন আলোনসো। 

এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, রিয়ালে ভিনিসিয়ুস জুনিয়র, ফেদে ভালভার্দে ও জুড বেলিংহামের সঙ্গে আলোনসোর সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তবে তারকা মিডফিল্ডার বেলিংহ্যাম কোচ আলোনসোর সঙ্গে তার সম্পর্ক খারাপ ছিল- এমন খবরকে কঠোর ভাষায় উড়িয়ে দিয়েছেন। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর আলোনসোর বিদায়ের খবর আসার পরই এসব গুঞ্জন ছড়ায়।


বিজ্ঞাপন


জেদ্দায় অনুষ্ঠিত সেই ফাইনালের পর রিয়াল মাদ্রিদ আলোনসোর সঙ্গে পথচলা শেষ করার কথা জানায়। সাবেক এই মিডফিল্ডার মাত্র সাত মাস দায়িত্বে ছিলেন এবং পুরো সময়জুড়েই নানা চাপের মুখে পড়েন। তার বিদায়ের পর স্প্যানিশ ও ইউরোপীয় গণমাধ্যমে ড্রেসিংরুমের ভেতরের নানা গল্প প্রকাশ পেতে থাকে। এর মধ্যে কিছু প্রতিবেদনে দাবি করা হয়, আলোনসোর সঙ্গে বেলিংহ্যামের সম্পর্ক ভালো ছিল না।

এই গুঞ্জনে ক্ষুব্ধ হয়ে এবার মুখ খুলেছেন ইংল্যান্ডের এই তরুণ তারকা। এক পোস্টে বেলিংহ্যাম গণমাধ্যমের কড়া সমালোচনা করেন। তিনি লেখেন, “এতদিন এসব এড়িয়ে গেছি, ভেবেছিলাম সত্য একসময় নিজে থেকেই সামনে আসবে। কিন্তু সত্যি বলতে- এগুলো পুরোপুরি বাজে কথা। যারা এসব তথাকথিত ‘সূত্র’ আর ভাঁড়দের কথায় বিশ্বাস করে, তাদের জন্য খারাপ লাগে। সব খবর বিশ্বাস করবেন না। ক্লিক আর বিতর্ক বাড়ানোর জন্য এ ধরনের ক্ষতিকর ভুল তথ্য ছড়ানোর দায় এদের নিতেই হবে।”

পোস্টের সঙ্গে বেলিংহ্যাম একটি স্ক্রিনশটও শেয়ার করেন, যেখানে ‘দ্য অ্যাথলেটিক’-এ প্রকাশিত এক প্রতিবেদনের অংশ ছিল। আলোনসোর সময়ে ড্রেসিংরুমে যে সব খেলোয়াড় অসন্তুষ্ট ছিলেন, তা অবশ্য নতুন নয়। গত অক্টোবরে লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ম্যাচে বদলি হওয়ার সময় ভিনিসিয়ুস জুনিয়র ক্ষোভ প্রকাশ করে সরাসরি টানেলে ঢুকে যান। পরে তিনি ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাইলেও আলোনসোর নাম উল্লেখ করেননি।

সুপার কাপ ফাইনালের পর কিলিয়ান এমবাপের সঙ্গেও আলোনসোর একটি ঘটনা আলোচনায় আসে। বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আলোনসো, কিন্তু এমবাপে সতীর্থদের সরে যেতে ইশারা করেন। তবে একাধিক প্রতিবেদনে বলা হয়, এমবাপে আলোনসোর প্রশংসা করতেন। কোচের বিদায়ের পর তিনিই প্রথম শুভকামনা জানান।


বিজ্ঞাপন


ইনস্টাগ্রাম স্টোরিতে আলোনসোর সঙ্গে একটি ছবি দিয়ে এমবাপে লেখেন, “সময়টা ছোট ছিল, কিন্তু আপনার সঙ্গে খেলতে এবং শিখতে পেরে ভালো লেগেছে। প্রথম দিন থেকেই আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। ফুটবল সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা আছে, আপনাকে আমি মনে রাখব। ভবিষ্যতের জন্য শুভকামনা।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর