ম্যানচেস্টার ইউনাইটেডে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মাইকেল ক্যারিক দায়িত্ব নিলে তার কোচিং স্টাফে যোগ দিতে আগ্রহী ওয়েইন রুনি। রুবেন আমোরিমের বিদায়ের পর এই সম্ভাবনার কথা জানান ক্লাবটির সাবেক অধিনায়ক।
বিবিসির দ্য ওয়েইন রুনি শো-তে ৪০ বছর বয়সী রুনি বলেন, “অবশ্যই আমি আগ্রহী। এতে ভাবার কিছু নেই। তবে পরিষ্কার করে বলি, আমি কোনো চাকরির জন্য অনুরোধ করছি না। যদি আমাকে ডাকা হয়, অবশ্যই যাব।”
বিজ্ঞাপন
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩ বছরে ৫৫৯ ম্যাচ খেলে ২৫৩ গোল করেছিলেন রুনি। ক্লাবের সাফল্যের সময়ের অন্যতম নায়ক তিনি। ২০২১ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর ডার্বি কাউন্টি, ডিসি ইউনাইটেড, বার্মিংহাম সিটি ও প্লাইমাউথ আর্গাইলের কোচ ছিলেন রুনি।
রুনি মনে করেন, ক্যারিকের সঙ্গে কাজ করা ভালো সিদ্ধান্ত হতে পারে। “আমার মনে হয়, এটা দারুণ একটি সমন্বয় হবে। মাইকেল ক্লাবটাকে খুব ভালোবাসে। সুযোগ পেলে সে দায়িত্ব নেবে। ইউনাইটেডের জন্য সে সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত, এই মনোভাবটাই এখন ক্লাবের দরকার,” বলেন রুনি।
খেলোয়াড়ি জীবন শেষে ক্যারিক ম্যানচেস্টার ইউনাইটেডেই কোচিং ক্যারিয়ার শুরু করেন। হোসে মরিনহো ও পরে ওলে গুনার সুলশায়ারের কোচিং স্টাফে ছিলেন তিনি। ২০২১ সালে সুলশায়ার বরখাস্ত হওয়ার পর অল্প সময়ের জন্য অন্তর্বর্তী কোচের দায়িত্বও পালন করেন ক্যারিক। পরে তিনি অক্টোবর ২০২২ থেকে জুন ২০২৫ পর্যন্ত মিডলসব্রোর কোচ ছিলেন।
প্রিমিয়ার লিগে বর্তমানে সপ্তম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড শনিবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির।

