টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে যাবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে টাইগারদের ম্যাচের ভেন্যু পরিবর্তন হবে কি না তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। এ বিষয়ে আজ আইসিসি ও বিসিবির মধ্যে ভার্চ্যুয়াল বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
তবে এ বৈঠক কোনও সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে। একই সঙ্গে সূচি ঘোষণা হয়ে যাওয়ায় বাংলাদেশকে তাদের অবস্থান পরিবর্তনের অনুরোধও জানিয়েছে আইসিসি। তবে বাংলাদেশ এখনও ভারতে না খেলার সিদ্ধান্তেই অনড় আছে।
বিজ্ঞাপন
আজ দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আবারও জানিয়ে দিয়েছে বোর্ড। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে।
আইসিসির সঙ্গে এ বৈঠকে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন।
এদিকে আইসিসিকে আবারও বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনও ভেন্যুতে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
আজ বৈঠকে কোনও সিদ্ধান্ত না হলেও আগামী দিনগুলোতে দুই পক্ষই মিলে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

