বিগ ব্যাশ লিগ (বিবিএল) ২০২৫–২৬ মৌসুমে অস্বস্তিকর এক ঘটনার অংশ হলেন পাকিস্তানের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সোমবার সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে সিডনি থান্ডার ও মেলবোর্ন রেনেগেডসের ম্যাচে ব্যাট করতে নেমে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
রেনেগেডসকে আগে ব্যাট করতে পাঠানো হয়। ইনিংসের ১৯তম ওভারের আগে রিজওয়ান মাঠ ছাড়েন। চার নম্বরে নেমে তিনি ২৩ বলে ২৬ রান করেন, যেখানে ছিল মাত্র দুটি চার ও একটি ছক্কা। ডেথ ওভারগুলোতে দলের প্রয়োজনীয় গতিতে রান তুলতে না পারায় রেনেগেডস অধিনায়ক উইল সাদারল্যান্ড তাকে মাঠ ছাড়তে বলেন। রিজওয়ান সেই অনুরোধ মেনে নেন। মাঠ ছাড়ার সময় তার প্রতিক্রিয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
ক্রিকেটের আইনে, চোট বা অসুস্থতা ছাড়া অন্য কারণে ব্যাটার মাঠ ছাড়লে তাকে ‘রিটায়ার্ড আউট’ হিসেবে ধরা হয় এবং প্রতিপক্ষ অধিনায়কের অনুমতি ছাড়া তিনি আর ব্যাট করতে পারেন না।
রিজওয়ানের পর ব্যাট করতে নেমে উইল সাদারল্যান্ড এক বলেই রানআউট হন। এরপর স্যাম এলিয়ট ও গুরিন্দর সান্ধুও তেমন কিছু করতে পারেননি। তবে হাসান খানের ৩১ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস এবং জশ ব্রাউনের ৩৫ রানে ভর করে রেনেগেডস ২০ ওভারে ৮ উইকেটে ১৭০ রান তোলে।
বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে সিডনি থান্ডারের লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৪০ রান। তারা ১৫.২ ওভারেই লক্ষ্য পূরণ করে। নিক ম্যাডিনসন ১৭ বলে অপরাজিত ৩০ রান করেন। ক্রিস গ্রিন ১৩ বলে অপরাজিত ৩৪ রান করে ম্যাচ জেতান। এই জয়ে থান্ডার মৌসুমে তাদের দ্বিতীয় জয় পেলেও পয়েন্ট টেবিলের তলানিতেই আছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এবারের বিবিএলে রিজওয়ান আট ম্যাচে মাত্র ১৬৭ রান করেছেন। ধীরগতির ব্যাটিংয়ের জন্য সাম্প্রতিক সময়ে তিনি সমালোচনার মুখে পড়েছেন। এমনকি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তানের প্রাথমিক দলে জায়গা পাননি এই ৩৩ বছর বয়সী ক্রিকেটার। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১০৬টি টি-টোয়েন্টি ম্যাচে রিজওয়ানের রান ৩৪১৪, গড় ৪৬.৭৭ এবং স্ট্রাইক রেট ১২৫.৩৮।

