মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চাইলেন কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:০২ পিএম

শেয়ার করুন:

ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস জুনিয়র

স্প্যানিশ সুপার কাপকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে।

সোমবার এক সংবাদ সম্মেলনে সিমিওনে স্বীকার করেন, গত বৃহস্পতিবারের সেমিফাইনালে আতলেতিকোর ২-১ গোলে হারের সময় ম্যাচ চলাকালীন এবং ভিনিসিয়ুস বদলি হওয়ার পর তিনি ব্রাজিলিয়ান তারকার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন।


বিজ্ঞাপন


এ ছাড়া টাচলাইন থেকে ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছিলেন সিমিওনে, যাতে ইঙ্গিত ছিল রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাকে ক্লাব থেকে বের করে দিতে পারেন। আতলেতিকো কোচ ভিনিসিয়ুসের উদ্দেশে বারবার বলছিলেন, “পেরেজ তোমাকে ক্লাব থেকে বিদায় করে দিতে চলেছেন। মনে রেখ আমি তোমাকে কি বলছি।” এ ঘটনার জন্য পেরেজের কাছেও দুঃখ প্রকাশ করেছেন আর্জেন্টাইন কোচ।

ডিপোর্তিভো লা কোরুনার বিপক্ষে কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, “যে ঘটনাটি সবাই দেখেছে, তার জন্য আমি মিস্টার ফ্লোরেন্তিনো এবং মিস্টার ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চাই। ওই অবস্থানে নিজেকে জড়ানো আমার উচিত হয়নি, আমি স্বীকার করছি যে আমি ভুল করেছি।”

তিনি আরও যোগ করেন, “এর বাইরে, যে দল জয়ের যোগ্য ছিল, তারাই জিতেছে। তারা এগিয়ে যাওয়ার প্রাপ্য ছিল।” উল্লেখ্য, স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ভিনিসিয়ুস একক নৈপুণ্যে দুর্দান্ত একটি গোল করলেও বার্সেলোনার কাছে ৩-২ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে রিয়াল মাদ্রিদ।

ভিনিসিয়ুসের বর্তমান চুক্তি রিয়ালের সঙ্গে রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। এখনো নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর