সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘এই শিরোপা তেমন গুরুত্বপূর্ণ না’, হারের পর বললেন আলোনসো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

‘এই শিরোপা তেমন গুরুত্বপূর্ণ না’, হারের পর বললেন আলোনসো

জেদ্দায় স্প্যানিশ সুপারকোপার ফাইনালে বার্সেলোনার কাছে ৩–২ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনা তৈরি হয়েছে হারার পর রিয়াল কোচ শাবি আলোনসো ও কিলিয়ান এমবাপের আচরণ নিয়ে।

সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে রোববার (বাংলাদেশ সময় সোমবার) অনুষ্ঠিত ফাইনালটি ছিল বেশ টানটান। ম্যাচের শুরুতে গোল হজম করলেও ভিনিসিয়ুস জুনিয়র ও গনসালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। কিন্তু দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার দুই গোলে আবার ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। শেষ দিকে একের পর এক সুযোগ পেয়েও গোল করতে পারেনি রিয়াল।


বিজ্ঞাপন


ম্যাচ শেষে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত-কে আলোনসো বলেন, “বার্সেলোনাকে অভিনন্দন। তবে এটা আমাদের খেলা অনেক টুর্নামেন্টের একটি মাত্র, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টও নয়। দ্রুত সামনে তাকাতে হবে।” এল ক্লাসিকোর ফাইনাল হারের পর এমন মন্তব্যে হতাশা চাপা দেওয়ার চেষ্টা দেখা গেছে বলে মনে করছেন অনেকেই।

এই মন্তব্যকে অনেকে তুলনা করেছেন ‘টক আঙুর’ গল্পের সঙ্গে, হারার পর টুর্নামেন্টের গুরুত্ব কমিয়ে দেখানোর মানসিকতা।

এদিকে ম্যাচ শেষে আরেক বিতর্কের জন্ম দেন এমবাপে। স্পোর্ত-এর প্রতিবেদনে বলা হয়েছে, রানার্সআপ মেডেল নেওয়ার পর বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে সতীর্থদের বাধা দেন ফরাসি এই তারকা। টিভি ফুটেজে দেখা যায়, তিনি সতীর্থদের দ্রুত মাঠ ছাড়তে বলেন। কয়েকজন খেলোয়াড় হাততালি দিতে চাইছিলেন, কিন্তু তাদের থামিয়ে দেওয়া হয়।

চোট কাটিয়ে মাঠে নামা এমবাপে ম্যাচে তেমন প্রভাব রাখতে পারেননি। তবে ম্যাচের চেয়ে তার মাঠের বাইরের আচরণই বেশি আলোচনায় এসেছে। অন্যদিকে, বার্সেলোনা ট্রফি জিতে জবাব দিয়েছে মাঠেই। এই জয়ে তারা ১৬তমবারের মতো স্প্যানিশ সুপারকোপা জিতল যা এই টুর্নামেন্টে সর্বোচ্চ। সাম্প্রতিক ছয়টি এল ক্লাসিকোর মধ্যে পাঁচটিতেই জিতল কাতালান ক্লাবটি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর