আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে না বলেই জানিয়েছে বিসিবি। এ বিষয়ে আইসিসিকে দুই দফা চিঠিও দিয়েছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছিল, টাইগারদের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে। তবে ভারতের সংবাদমাধ্যম আজ জানিয়েছে, বাংলাদেশের আবেদনে সাড়া দিবে না আইসিসি।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের আবেদনে ইতিবাচক সাড়া দিবে না আইসিসি। বরং ভারতেরই অন্য দুইটি ভেন্যুতে বাংলাদেশকে তাদের ম্যাচ খেলার পরামর্শ দিবে আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থা। বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরমের নাম প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে।
বিজ্ঞাপন
এদিকে ভারতের অন্য কোনও ভেন্যুতেও বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয় বলেই জানিয়েছে বিসিবি। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারতে বিশ্বকাপ না খেলার অবস্থানে অনড় বাংলাদেশ। দেশটির অন্য কোনও ভেন্যুতেও খেলবে না টাইগাররা। সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, “বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে আমরা একা সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করতে হবে। আপাতত আমরা আমাদের অবস্থানেই আছি।”
এদিকে, বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সাইকাৎ ভদোদরায় ভারত–নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন। টি–টোয়েন্টি বিশ্বকাপেও শরফুদ্দৌলা ও গাজী সোহেল ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে। এনডিটিভির প্রতিবেদনে ভারতেরই অন্য ভেন্যু প্রস্তাবের বিষয়ে আইসিসির সম্ভাব্য যুক্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিসিবি যে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে, তার জবাবে আইসিসি সম্ভবত সৈকতের উদাহরণটি তুলে ধরতে পারে এবং বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো খেলার জন্য ভারতে ভ্রমণের পরামর্শ দিতে পারে।
আইসিসি চাইলে নিরাপত্তা নিয়ে বিসিবির উদ্বেগের জবাবে এই উদাহরণ তুলে ধরতে পারে এবং বাংলাদেশ দলকেও ভারতে গিয়ে খেলতে অনুরোধ জানাতে পারে।
বিশ্বকাপ শুরুর আগে আর চার সপ্তাহেরও কম সময় বাকি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দলগুলোর অনুশীলনে যোগ দেওয়ার কথা। ফলে সাম্প্রতিক দিনগুলোতে শিরোনামে থাকা ভেন্যু বিতর্ক দ্রুত সমাধান করতে আগ্রহী আইসিসি।

