সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন বার্সেলোনা কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ১১:১৯ এএম

শেয়ার করুন:

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন বার্সেলোনা কোচ

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে গতকাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতে নিয়েছে কাতালানরা। লস ব্লাঙ্কোসদের হারাতে মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাফিনিয়া। ম্যাচ শেষে তাই ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ হান্সি ফ্লিক। 

রোববার সৌদি আরবে অনুষ্ঠিত ফাইনালে রিয়ালকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বার্সেলোনা। ম্যাচে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। সব মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে তাঁর গোলসংখ্যা এখন সাত।


বিজ্ঞাপন


অক্টোবর ও নভেম্বরে প্রায় দুই মাস চোটের কারণে মাঠের বাইরে ছিলেন রাফিনিয়া। ওই সময় বার্সার পারফরম্যান্সেও ভাটা পড়ে। তবে ফেরার পর দুর্দান্ত ফর্মে আছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে ফ্লিক বলেন, “ওর মানসিকতা অবিশ্বাস্য। ওর গতি ও শক্তি পুরো দলকে প্রভাবিত করে।”

ফাইনালের প্রথমার্ধে একটি সহজ সুযোগ নষ্ট করেছিলেন রাফিনিয়া। তবে কয়েক মুহূর্তের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। পরে স্কোর ২–২ হলে বক্সের বাইরে থেকে নেওয়া শট ডিফ্লেকশনে জালে জড়িয়ে জয়সূচক গোলটি আসে। ফ্লিক বলেন, “প্রথম সুযোগটা মিস করেছিল, কিন্তু পরেরটায় ঠিক জায়গায় ছিল এবং গোল করেছে। ওই গোলটা দলকে আত্মবিশ্বাস দিয়েছে। মাঠে রাফিনহা যে তীব্রতা এনে দেয়, সেটাই আমাদের দরকার।”

গত মৌসুমেও রিয়ালের বিপক্ষে সুপার কাপ জিতে ঘরোয়া ট্রেবল জয়ের পথে এগিয়েছিল বার্সা। এবারও এই সাফল্য লা লিগা নেতাদের বাকি লক্ষ্য পূরণে সাহায্য করবে বলে আশা করছেন ফ্লিক। টানা সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ জয়ের পর তিনি বলেন, “আমরা এখন দারুণ মুডে আছি, আত্মবিশ্বাস অনেক। রিয়ালের বিপক্ষে ফাইনাল মানেই বিশেষ কিছু। আবারও একটি ফাইনাল জিতেছি, এটা অসাধারণ।”

কোচ হিসেবে খেলা আটটি ফাইনালেই জিতেছেন ফ্লিক। এর মধ্যে গত মৌসুমে রিয়ালের বিপক্ষে দুটি ফাইনালও রয়েছে। ফ্লিক যোগ করেন, “আমরা যখন মনোযোগী থাকি এবং আজকের মতো খেলি, তখন দল নিয়ে আমার অনুভূতি খুব ভালো হয়।” ম্যাচের শেষ দিকে মানসিক স্বাস্থ্যের কারণে প্রায় এক মাস বিরতির পর ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে নামান ফ্লিক। উরুগুয়ের এই ডিফেন্ডারকে নিয়ে কোচ বলেন, “মাঠে নেমে এই শিরোপা জেতা ওর জন্য অনেক কিছু। ও ফিরে এসেছে, এতে আমি খুব খুশি। আমরা সব সময় ওর পাশে থাকব।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর