সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শচীন-সাঙ্গাকারাকে ছাড়িয়ে কোহলির বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৫২ এএম

শেয়ার করুন:

শচীন-সাঙ্গাকারাকে ছাড়িয়ে কোহলির বিশ্বরেকর্ড

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া বিরাট কোহলি এখন খেলছেন শুধুই ওয়ানডেতে। ক্যারিয়ারের শেষ লগ্নে এই সংস্করণে রানের বন্যা ছুটাচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে রোববারও খেলেছেন ৯৩ রানের ম্যাচজয়ী ইনিংস। তাতে গড়ে ফেললেন একাধিক রেকর্ডও। ২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে এখন শুধুই টেন্ডুলকার, যার আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭। একটি জায়গায় অবশ্য দুজনকেই পেছনে ফেলেছেন কোহলি। তিনি ২৮ হাজার রান ওপরের দুজনের চেয়ে দ্রুততম।

ভাদোদরায় আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে প্রতিপক্ষের ৩০০ রান তাড়া করতে নেমে ৯১ বলে ৯৭ রানের ইনিংস খেলেছেন কোহলি। ৮টি চার ও ১টি ছয়ে সাজানো এই ইনিংসের সুবাদেই কোহলি সাঙ্গাকারাকে টপকে টেন্ডুলকারের আরও কাছে চলে এসেছেন। এই ইনিংসের পর তাঁর আন্তর্জাতিক রান—২৮,০৭২।


বিজ্ঞাপন


২৮ হাজার রানের মাইলফলক ছুঁতে কোহলির দরকার ছিল ২৫ রান। আর সাঙ্গাকারাকে ছাড়িয়ে যেতে দরকার ছিল ৪২। ৯৭ রানের ইনিংসে দুই লক্ষ্যই পূরণ হয়েছে কোহলির। ওয়ানডেতে এটি তার টানা পঞ্চম পঞ্চাশোর্ধ ইনিংস। তার এই ইনিংসের সুবাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০১ রান তাড়া করে জিতেছে ভারত।

ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মাত্র ৬২৪ ইনিংসে ২৮ হাজার রান পূর্ণ করেন কোহলি। শচীন একই মাইলফলকে পৌঁছাতে নিয়েছিলেন ৬৪৪ ইনিংস। আর কুমার সাঙ্গাকারা এই কীর্তি গড়েন ৬৬৬ ইনিংসে।

এর আগেও একের পর এক এমন রেকর্ড ভেঙেছেন কোহলি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তিনি দ্রুততম ব্যাটার হিসেবে ২৫ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেন; টেন্ডুলকারের চেয়ে ২৮ ইনিংস কম খেলে। একই বছরের অক্টোবরে ২৬ হাজার এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্রুততম হিসেবে ২৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর