এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসের ‘সবচেয়ে বড়’ অঘটনের জন্ম দিয়েছে তাদের চেয়ে ১১৭ ধাপ পিছিয়ে থাকা ম্যাকলসফিল্ড।
শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে প্যালেসকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে নন-লিগের দল ম্যাকলসফিল্ড। দলটির কোচের দায়িত্বে আছেন সাবেক ইংলিশ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েইন রুনির ভাই জন রুনি।
বিজ্ঞাপন
ম্যাকলসফিল্ডের জয়কে এফএ কাপের ১৫৫ বছরের ইতিহাসের সবচেয়ে বড় অঘটন হিসেবে আখ্যা দিয়েছে বিবিসি। ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের দল ম্যাকলসফিল্ড প্যালেসের চেয়ে ১১৭ ধাপ পিছিয়ে আছে।
দেশটির শীর্ষ স্তর প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে আছে প্যালেস। অন্যদিকে নিজেদের টুর্নামেন্টে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে আছে ম্যাকলসফিল্ড।
এফএ কাপের ইতিহাসে এর আগে কোনো নন-লিগের দল টুর্নামেন্টের শিরোপাধারী দলকে বিদায় করে দেওয়ার ঘটনা ঘটেছিল ১৯০৮-০৯ মৌসুমে। তখনকার চ্যাম্পিয়ন উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে প্রথম রাউন্ড থেকে বিদায় করেছিল এবার অঘটনের শিকার হওয়া প্যালেস।
অন্যদিকে এর আগে শিরোপাধারী দল হিসেবে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকে সবশেষ বিদায় নিয়েছিল আর্সেনাল, ২০১৮ সালে।

