টানা বৃষ্টির কারণে সিডনিতে হোবার্ট হারিকেন্স ও সিডনি সিক্সার্সের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় চলতি বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রিশাদ হোসেনের হোবার্ট।
ম্যাচে সিডনির দুই তারকা ওপেনার স্টিভ স্মিথ ও বাবর আজম প্রথম পাঁচ ওভারে ৩২ রান তুলেছিলেন। এরপর বৃষ্টি নামলে খেলা আর শুরু করা যায়নি।
বিজ্ঞাপন
এই ম্যাচে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ বোলিং করার সুযোগ পাননি। তিনি এখন পর্যন্ত টুর্নামেন্টে ৯ ম্যাচে ১১ উইকেট নিয়ে সবচেয়ে সফল স্পিনার।
পরিত্যক্ত ম্যাচে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এতে ৯ ম্যাচে হোবার্টের পয়েন্ট দাঁড়িয়েছে ১৩, হাতে রয়েছে আরও একটি ম্যাচ। ফলে নিশ্চিতভাবেই নকআউট পর্বে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হোবার্ট তাদের শেষ গ্রুপ ম্যাচে বুধবার মুখোমুখি হবে ব্রিসবেন হিটের।

