আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে আইভরি কোস্টের শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ করে দিয়েছে মিসর। শনিবার আদরার স্টেডিয়ামে হওয়া ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩–২ গোলে জয় পায় মিসর।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মিসর। ওমর মারমুশ প্রথম গোল করেন। এরপর কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার রামি রাবিয়া। দ্বিতীয়ার্ধে মোহাম্মদ সালাহ গোল করে মিসরের জয় প্রায় নিশ্চিত করে দেন।
বিজ্ঞাপন
বল দখলে এগিয়ে ছিল আইভরি কোস্ট। প্রথমার্ধে তারা প্রায় ৭০ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখলেও পরিষ্কার সুযোগ কাজে লাগাতে পারেনি। তবে মিসরের ডিফেন্ডার আহমেদ ফাতুহর আত্মঘাতী গোলে একবার ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা।
বিরতির পর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দুই বছর আগে ঘরের মাঠে শিরোপা জেতা আইভরি কোস্ট। কিন্তু সালাহর গোল সেই আশা অনেকটাই ভেঙে দেয়। শেষ দিকে গুয়েলা দুয়ের একটি গোল আইভরি কোস্টকে কিছুটা আশা দেখালেও শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি তারা।
শেষ পর্যন্ত দৃঢ় রক্ষণে ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে যায় মিসর। সেখানে বুধবার তাদের প্রতিপক্ষ সেনেগাল।

