নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ঋষভ পান্ত। চোটের কারণে এই সিরিজে আর খেলতে পারবেন না ভারতের এই উইকেটকিপার–ব্যাটার।
রোববার প্রথম ম্যাচের আগে অনুশীলনের সময় ডান পাশের পেটের পেশিতে টান লাগে পান্তের। এরপর এমআরআই করানো হলে ‘সাইড স্ট্রেইন’ বা অবলিক মাংসপেশিতে চিড় ধরা পড়ে। বিসিসিআই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
বিসিসিআই জানায়, শনিবার বরোদার বিসিএ স্টেডিয়ামে অনুশীলনের সময় নেটে ব্যাটিং করার সময় হঠাৎ অস্বস্তি অনুভব করেন পান্ত। দ্রুত এমআরআই করানো হয় এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে তাকে সিরিজ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পান্তের জায়গায় দলে নেওয়া হয়েছে ধ্রুব জুরেলকে। তিনি ইতোমধ্যে বরোদায় দলের সঙ্গে যোগ দিয়েছেন।
তবে পান্তের চোটে ভারতের মূল একাদশে বড় প্রভাব পড়ছে না। ওয়ানডেতে নিয়মিত উইকেটকিপার হিসেবে কেএল রাহুলই প্রথম পছন্দ। তবু পান্ত সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে ছিলেন। বিজয় হাজারে ট্রফিতে দিল্লির অধিনায়ক হিসেবে দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন এবং ছয় ইনিংসে করেছিলেন দুটি ফিফটি।

