রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বাংলাদেশ দলে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন আলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ দলে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন আলি

আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েক বছর ধরেই তেমন একটা সাফল্যের দেখা পাচ্ছে না বাংলাদেশ। টাইগারদের সোনালী সময়ের তারকা ক্রিকেটারদের ক্যারিয়ার শেষ হয়েছে। জাতীয় দলও একটি পরিবর্তিত সময়ের মধ্য দিয়েই যাচ্ছে। এ কারণেই সাফল্য মিলছে না বলেও দাবি করেন অনেকেই। তবে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মঈন আলী জানালেন, বাংলাদেশে আসলে বিশ্বমানের ক্রিকেটারদের অভাব দেখছেন তিনি। 

চলমান বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন মঈন। আজ (শনিবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দল নিয়ে তিনি বলেন, 'আমার মনে হয়, আগে হয়তো দুই-তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল, যেমন- তামিম, সাকিব। তারা বড় খেলোয়াড় ছিল। শুধু বিশ্বমানের খেলোয়াড় হওয়া নয়, তাদের ক্যারেক্টারও খুব ভালো ছিল। তারা ফাইটার ছিল, আর যেভাবে খেলত, তারা ছিল মানসম্পন্ন খেলোয়াড়। দীর্ঘ সময় ধরে এই দুজনকে পাওয়াটা বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের ছিল।'


বিজ্ঞাপন


একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্তই বাংলাদেশের ভালো ক্রিকেটার আছে জানিয়ে ইংলিশ এই ক্রিকেটার বলেন, 'এখন আমার মনে হয়, ভালো খেলোয়াড় বেশি আছে, কিন্তু সেই লেভেলের খেলোয়াড় নেই। এটাই এখন পর্যন্ত মূল সমস্যা। মানে, একটা নির্দিষ্ট লেভেলে অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু এই মুহূর্তে সেই বিশ্বমানের খেলোয়াড়রা নেই।'

মুস্তাফিজুর রহমানকে বিশ্বমানের ক্রিকেটার বললেও তিনি বলেন, 'অবশ্যই ফিজ আছে। আমি জানি ফিজ বিশ্বমানের, কিন্তু সে তখনও খেলছিল। তবে দলে চরিত্রও দরকার। আর সৎভাবে বলতে গেলে, আমার মনে হয় তারা সেই জায়গাটায় একটু ঘাটতিতে আছে। বাংলাদেশ ক্রিকেট উন্নতি করেছে। কিন্তু সব দিক থেকে নয়, বিশেষ করে মানসিক দিক থেকে। ওই দুইজন খেলোয়াড় মানসিকভাবে খুব শক্ত ছিল।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর