শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিশ্বকাপের প্রস্তুতি নিতে বিগ ব্যাশে খেলবেন না হেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

বিশ্বকাপের প্রস্তুতি নিতে বিগ ব্যাশে খেলবেন না হেড

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্রাম ও প্রস্তুতির জন্য এবারের বিগ ব্যাশ লিগ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ট্র্যাভিস হেডকে। এই নিয়ে টানা তৃতীয় মৌসুম ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন না অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।

শুক্রবার এক বিবৃতিতে হেডের না খেলার বিষয়টি জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অ্যাশেজ সিরিজের ব্যস্ততা শেষে শনিবার থেকেই বিগ ব্যাশে মাঠে নামতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের ক্রিকেটাররা।


বিজ্ঞাপন


বিগ ব্যাশের কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ না থাকায় এবারের আসরে দেখা যাবে না অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। বিশ্বকাপের আগে পুরো ফিটনেস ধরে রাখতে কাজ করবেন তিনি। এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে পেসার স্কট বোল্যান্ডকে।

বৃহস্পতিবার সিডনি টেস্ট ৫ উইকেটে জিতে ইংল্যান্ডের বিপক্ষে এবারের অ্যাশেজ ৪-১ ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া। ঘরের মাঠে দলকে টানা চতুর্থ অ্যাশেজ জেতাতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হেড। পার্থে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংস থেকে সিরিজের বাকি অংশে খেলেন ওপেনারের ভূমিকায়। পাঁচ টেস্টের ১০ ইনিংসে তিন সেঞ্চুরিতে ৬২৯ রান নিয়ে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন তিনি।

চোটের কারণে দলের বাইরে থাকা প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের ব্যাপারে কিছু জানায়নি সিএ। তবে চোট থেকে সেরে উঠতে থাকা পেস আক্রমণের গুরুত্বপূর্ণ এই দুই সদস্যকে নিয়ে বিশ্ব আসরের আগে ঝুঁকি নেওয়ার সম্ভাবনা কম।

অস্ট্রেলিয়া জাতীয় দলের মহাব্যবস্থাপক বেন অলিভার বলেন, “পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ অত্যন্ত তীব্র হয়। অ্যাশেজের ধকল কাটিয়ে উঠতে এবং আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপসহ আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর জন্য সেরা প্রস্তুতির লক্ষ্যে আমরা প্রতিটি খেলোয়াড়ের ব্যক্তিগত পরিকল্পনার ওপর কাজ করেছি। যেখানে সম্ভব, সেখানে আগামী দুই সপ্তাহের জন্য চলমান বিগ ব্যাশ মৌসুমে খেলোয়াড়রা তাদের নিজ নিজ ক্লাবের প্রতিনিধিত্ব করবেন।"


বিজ্ঞাপন


আগামী ১১ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। এর আগে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের একটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে তারা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর