স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনাল চলাকালে টাচলাইন থেকে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুসকে উদ্দেশ্য করে কটু কথা বলছিলেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। এরপর এটি গড়ায় দু’জনের মধ্যে বাদানুবাদে। প্রতিপক্ষ কোচের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল কোচ শাবি আলোনসো।
বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় আতলেতিকোকে ২-১ গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে ওঠে রিয়াল। দুই অর্ধের শুরুতে ফেদেরিকো ভালভের্দে ও রদ্রিগোর গোলের পর আতলেতিকোর হয়ে এক গোল করেন আলেক্সান্দার সরলথ।
বিজ্ঞাপন
মাঠের লড়াই ছাপিয়ে এদিন আলোচনার বিষয় হয়ে ওঠে সিমিওনের আচরণ। ম্যাচ চলাকালে টিভি ফুটেজে দেখা যায়, টাচলাইনে দাঁড়িয়ে আতলেতিকো কোচ ভিনিসিয়ুসের উদ্দেশে বারবার বলছেন, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাকে ক্লাব থেকে বিদায় করে দিতে চলেছেন। ভিনিসিয়ুস বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় দর্শকদের দুয়োধ্বনির প্রতিও ইশারা করেন তিনি।
ম্যাচ শেষে সিমিওনের এমন আচরণ নিয়ে মুভিস্টারকে আলোনসো বলেন, “আমি এটা পছন্দ করিনি। আমি দেখেছি যে সিমিওনে তাকে কিছু বলেছে। আমার কাছে, সহকর্মীর প্রতি সম্মানের দিক থেকে এই বিষয়গুলো সীমা অতিক্রম করে।”
এরপর সংবাদ সম্মেলনেও এই প্রসঙ্গে কথা বলেন রিয়াল কোচ। “আমি প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধাশীল থাকার চেষ্টা করি। যখন আমি দেখলাম এবং শুনলাম সিমিওনে কী বলেছেন, তখন এটা আমার কাছে আরও কম পছন্দনীয় মনে হয়েছে। তিনি যা বলেছেন তা একজন ভালো খেলোয়াড়সুলভ আচরণের উদাহরণ নয়। আপনাকে আপনার প্রতিপক্ষকে সম্মান করতে হবে। একটা সীমা আছে।”
ভিনিসিয়ুস মাঠ ছাড়ার সময় সিমিওনের সঙ্গে বাদানুবাদে জড়ালে দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুসকে বিদায় করার পরিকল্পনা করছে – এমন মন্তব্য করার কথা অস্বীকার করেননি সিমিওনে। তবে ঘটনাটি নিয়ে বিস্তারিত কিছু বলতেও রাজি হননি এই আর্জেন্টাইন কোচ।
বিজ্ঞাপন
“আমার বলার কিছু নেই। আমি যখন খেলোয়াড় ছিলাম তখন থেকেই সবসময় বলেছি, মাঠে যা ঘটে তা মাঠেই থেকে যায়। আমার আর কিছু বলার নেই। আমি রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড়কে অনেক সম্মান করি।”

