এক ম্যাচ পর গোলের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু জয়ে ফিরতে পারেনি আল-নাসের। মৌসুমে দুর্দান্ত শুরুর পর টানা দ্বিতীয় ম্যাচে গেছে তারা।
বৃহস্পতিবার সৌদি প্রো লিগে ঘরের মাঠে আল কাদসিয়াহর বিপক্ষে ২-১ গোলে হারে রোনালদোর দল। সবকটি গোল হয় দ্বিতীয়ার্ধে।
বিজ্ঞাপন
ম্যাচের ৬৬ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় সফরকারীরা।
৮১তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান রোনালদো। ১ হাজার গোলের পথে ছুটে চলা ৪০ বছর বয়সী এই ফুটবলারের ২৫ বছরের ক্যারিয়ারে গোল সংখ্যা এখন ৯৫৮টি।
১৩ ম্যাচে ১৪ গোল করে এবারের সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতাও এখন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।
সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে আসরের প্রথম ১০ ম্যাচের সবকটি জয়ের কীর্তি গড়ার পর যেন খেই হারিয়ে ফেলেছে আল-নাসের। পরের তিন ম্যাচেই জয়ের দেখা পায়নি তারা।
গত বছরের শেষ ম্যাচে আল ইত্তিফাকের সঙ্গে ২-২ ড্রয়ের পর, নতুন বছরের প্রথম ম্যাচে আল-আহলির বিপক্ষে ৩-২ গোলে হারে আল-নাসের।
দুই সপ্তাহ আগেও লিগে ৪ পয়েন্টে এগিয়ে তালিকার সবার ওপরে ছিল তারা। এখন উল্টো ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল-হিলালের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে আছে দলটি। ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল-নাসের।

