স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল রিয়াল।
ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। জুড বেলিংহ্যামের ওপর ফাউলের পাওয়া ফ্রি-কিক থেকে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত গোল করেন ফেদেরিকো ভালভের্দে। বুলেট গতির শটে জাল কাঁপান উরুগুইয়ান মিডফিল্ডার।
বিজ্ঞাপন
গোল হজমের পর আক্রমণে চড়াও হয় অ্যাথলেটিকো মাদ্রিদ। একের পর এক সুযোগ তৈরি করলেও রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া দুর্দান্ত পারফরম্যান্সে দলকে রক্ষা করেন। আলেক্স বায়েনা ও আলেকসান্দার সরলথের বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ ঠেকিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ায় রিয়াল। ৫৫তম মিনিটে ভালভের্দের পাস থেকে একক নৈপুণ্যে গোল করেন রদ্রিগো। ডান দিক দিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তিন মিনিট পর ব্যবধান কমায় অ্যাথলেটিকো। জুলিয়ানো সিমেওনের ক্রস থেকে হেডে গোল করেন সরলথ। এরপর আরও সুযোগ পেলেও কোর্তোয়ার দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি দিয়েগো সিমেওনের দল।
ম্যাচের শেষ দিকে ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় আর্দা গিলেরকে নামান আনচেলত্তি। ভিনিসিয়ুসের গোল না পাওয়ার ধারাবাহিকতা গিয়ে দাঁড়ায় টানা ১৬ ম্যাচে। মাঠ ছাড়ার সময় ডাগআউটের কাছে উত্তেজনা ছড়ালে অ্যাথলেটিকো কোচ সিমেওনেকে হলুদ কার্ড দেখান রেফারি।
বিজ্ঞাপন
পরিসংখ্যানে এগিয়ে ছিল অ্যাথলেটিকো। তারা ৫৫ শতাংশ বল দখলে রেখে ২২টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। রিয়াল নেয় ৮টি শট, এর মধ্যে ৪টি লক্ষ্যে ছিল।
চোটে থাকা কিলিয়ান এমবাপ্পে না খেললেও নতুন বছরের প্রথম দুই ম্যাচেই জয় পেল রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে গত সেপ্টেম্বরে লা লিগায় অ্যাথলেটিকোর কাছে ৫–২ গোলের হারের ক্ষতও কিছুটা মুছল তারা।
আগামী রোববার একই মাঠে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। অন্য সেমিফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে ৫–০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্সা। টানা চতুর্থবারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

