মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফর করতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের ম্যাচ্র ভেন্যু সরিয়ে নিতে আবেদন করেছে বিসিবি। বোর্ডের এমন সিদ্ধান্ত প্রসঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যৎকে সবার আগে বিবেচনা করা উচিত।
বৃহস্পতিবার সিটি ক্লাব মাঠে জিয়া ইন্টার–ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিম। সেখানে ভারতের বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের সংবেদনশীল বিষয়ে আলোচনার মাধ্যমেই সমাধানে পৌঁছানো সবচেয়ে ভালো পথ।
বিজ্ঞাপন
তামিম বলেন, “আমি যেহেতু এখন বোর্ডের সঙ্গে যুক্ত নই, তাই অন্য সবার মতো আমিও বিষয়গুলো সংবাদমাধ্যমের মাধ্যমেই জানছি। তবে যারা এসব সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের কাছে নিশ্চয়ই আরও বেশি তথ্য আছে। তাই হঠাৎ করে মন্তব্য করা ঠিক হবে না। কিন্তু এটুকু বলব, সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ, ভবিষ্যৎ- সবকিছু বিবেচনায় নিতে হবে। আলোচনার মাধ্যমে সমাধান হলে সেটাই সবচেয়ে ভালো।”
এ বিষয়ে তিনি আরও বলেন, এটি একটি স্পর্শকাতর বিষয়। তাই প্রকাশ্যে মন্তব্য করার আগে বোর্ডের ভেতরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
তামিমের ভাষায়, “এটা সংবেদনশীল ইস্যু। প্রকাশ্যে কিছু বলার আগে বোর্ডের ভেতরে আলোচনা করাই ভালো। কারণ একবার প্রকাশ্যে কিছু বলা হলে, ঠিক হোক বা ভুল, সেখান থেকে সরে আসা কঠিন হয়ে যায়। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ সবার আগে। আর বিসিবির মোট অর্থের ৯০ থেকে ৯৫ শতাংশ আসে আইসিসি থেকে। তাই যে সিদ্ধান্তই নেওয়া হোক, সেটা যেন বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো হয়, সেটাই ভাবতে হবে।”
তিনি আরও বলেন, ‘আমরা বিসিবিকে একটা স্বাধীন সংস্থা মনে করি। অবশ্যই সরকার এটার বড় অংশ। সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু বিসিবিকে আমরা স্বাধীন সংস্থা মনে করলে বোর্ডের নিজস্ব কিছু সিদ্ধান্তও থাকতে হবে। তারা যদি মনে করে এই সিদ্ধান্ত নেওয়া ঠিক, তাহলে ওই সিদ্ধান্তই নিতে হবে।’

