শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ভারতীয়দের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড সরফরাজ খানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

ভারতীয়দের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড সরফরাজ খানের

বিজয় হাজারে ট্রফির ২০২৫–২৬ মৌসুমের সপ্তম রাউন্ডে ঝড় তুলেছেন সরফরাজ খান। পাঞ্জাবের বিপক্ষে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে ভারতের হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন তিনি।

এর আগে এই রেকর্ড ছিল যৌথভাবে অভিজিৎ কালে ও অতিত শেঠের দখলে। মহারাষ্ট্রের অভিজিৎ কালে ১৯৯৫ সালে বরোদার বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন। একইভাবে বরোদার অলরাউন্ডার অতিত শেঠ ২০২১ সালে ছত্তিশগড়ের বিপক্ষে ১৬ বলে হাফসেঞ্চুরি করেন। সরফরাজ সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন।


বিজ্ঞাপন


তবে রেকর্ডের দিনেও ম্যাচ জিততে পারেনি মুম্বাই। জয়পুরের জাইপুরিয়া বিদ্যালয় মাঠে ২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ১৮ ওভারে ৩ উইকেটে ১৬৯ রান তুলেছিল তারা। কিন্তু সূর্যকুমার যাদব আউট হওয়ার পর শিভম দুবে ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারও দ্রুত ফিরে যান। শেষ পর্যন্ত চার উইকেট হাতে রেখে ১৬ রান দরকার হলেও মুম্বাই থেমে যায় এক রানের ব্যবধানে।

ম্যাচের শুরুতে মুম্বাইয়ের হয়ে ভালো সূচনা করেন মুশীর খান ও অংকৃশ রঘুবংশী। দুজন মিলে ৮.২ ওভারে ৫৭ রান যোগ করেন। মুশীর আউট হলে মাঠে নামেন সরফরাজ খান, আর নেমেই পাঞ্জাবের বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়েন।

পাঞ্জাব অধিনায়ক অভিষেক শর্মার এক ওভারে তিনটি ছক্কা ও তিনটি চার মারেন সরফরাজ। এরপর বাঁহাতি স্পিনার হরপ্রীত ব্রারের এক ওভারেই তুলে নেন ১৯ রান। শেষ পর্যন্ত মাত্র ২০ বলে ৬২ রান করে ময়াঙ্ক মারকান্ডের বলে এলবিডব্লিউ হন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা।

পরিসংখ্যান অনুযায়ী, লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি চতুর্থ দ্রুততম ফিফটি। সবচেয়ে দ্রুত ফিফটির রেকর্ডটি শ্রীলঙ্কার কৌশল্যা উইরারত্নের, যিনি ২০০৫–০৬ মৌসুমে মাত্র ১২ বলে অর্ধশতক করেছিলেন।


বিজ্ঞাপন


চলতি বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের সর্বোচ্চ রানসংগ্রাহক সরফরাজ। ছয় ইনিংসে তার রান ৩০৩, গড় ৭৫.৭৫ এবং স্ট্রাইক রেট ১৯০.৫৬। টুর্নামেন্টে এর আগে গোয়ার বিপক্ষে ১৫৭ রান করেন তিনি, আর উত্তরাখণ্ডের বিপক্ষে খেলেন একটি হাফসেঞ্চুরি। মুম্বাই ইতিমধ্যে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

সবশেষ গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন সরফরাজ। এরপর ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছেন তিনি। সদ্য শেষ হওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সাত ম্যাচে ৩২৯ রান করে মুম্বাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন সরফরাজ। তার গড় ছিল ৬৫.৮০, স্ট্রাইক রেট ২০৩.৮০।

আইপিএল ২০২৬ নিলামে ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতে সরফরাজ খানকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর