শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মাতাল হওয়ার পরিণতি ভোগ করছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

মাতাল হওয়ার পরিণতি ভোগ করছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক

অ্যাশেজ শুরুর আগে নিউজিল্যান্ডে এক নাইটক্লাবের নিরাপত্তাকর্মীর সঙ্গে  বিবাদে জড়িয়ে পড়েছিলেন ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুক। পরে সেই ঘটনায় তাকে বড় অঙ্কের জরিমানাও গুনতে হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-এর খবরে জানা যায়, ৩১ অক্টোবর ওয়েলিংটনে এই ঘটনা ঘটে। তৃতীয় ওয়ানডের আগের দিন রাতে একটি নাইটক্লাবে ঢুকতে গেলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। কর্তৃপক্ষের ধারণা ছিল, ব্রুক তখন অতিরিক্ত মদ্যপ অবস্থায় ছিলেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে এক বাউন্সারের সঙ্গে তার ধাক্কাধাক্কি হয় এবং তিনি আঘাত পান।

ইংল্যান্ডের টেস্ট সহ-অধিনায়ক ব্রুক নিজেই ঘটনাটি দলের নিরাপত্তা কর্মকর্তাদের জানান। তবে তিনি গুরুতর আহত হননি। ঘটনার তদন্ত শেষে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ব্রুককে প্রায় ৩০ হাজার পাউন্ড (প্রায় ৫০ লাখ টাকা) জরিমানা করে, যা তাদের সর্বোচ্চ শাস্তি। তবু তাকে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরানো হয়নি।


বিজ্ঞাপন


অ্যাশেজ শেষে সিডনিতে পঞ্চম টেস্টে পাঁচ উইকেটে হেরে ৪-১ ব্যবধানে সিরিজ হারার পর শুক্রবার দেশে ফিরবেন ব্রুক। এরপর ১৯ জানুয়ারি তিনি শ্রীলঙ্কায় যাবেন, যেখানে ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ইংল্যান্ড দল। সাদা বলের অধিনায়ক হিসেবে এটি হবে তার প্রথম বড় টুর্নামেন্ট।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ব্রুক। ইসিবির বিবৃতিতে তিনি বলেন, “আমার আচরণের জন্য আমি দুঃখিত। আমি স্বীকার করছি, এটা ভুল ছিল এবং এতে আমি নিজে ও ইংল্যান্ড দলকে বিব্রত করেছি। ইংল্যান্ডের হয়ে খেলা আমার জন্য সবচেয়ে বড় সম্মান। সতীর্থ, কোচ ও সমর্থকদের হতাশ করায় আমি আন্তরিকভাবে ক্ষমা চাই।”

ইসিবির এক মুখপাত্র জানান, বিষয়টি আনুষ্ঠানিক ও গোপনীয় শৃঙ্খলাবিধির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এই ঘটনার সময়টি আরও প্রশ্ন তুলেছে ইংল্যান্ড দলের পরিবেশ নিয়ে। অস্ট্রেলিয়া সফরজুড়েই মাঠের বাইরের আচরণ নিয়ে সমালোচনার মুখে পড়েছে দলটি। সিরিজের মাঝপথে নুসায় বিরতির সময় কয়েকজন খেলোয়াড়ের মদ্যপানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ব্রুকও ছিলেন। যদিও পরে তদন্তে খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি।

ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি বলেন, “খেলোয়াড়রা মাঝেমধ্যে এক গ্লাস ওয়াইন খেতেই পারে। কিন্তু এর বেশি হলে সেটা ঠিক নয়।” নিউজিল্যান্ডের বিপক্ষে সেই তৃতীয় ওয়ানডে ইংল্যান্ড হারে দুই উইকেটে। পুরো সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় তারা। এরপর অস্ট্রেলিয়ায় অ্যাশেজেও ব্যর্থ হয় ইংল্যান্ড।


বিজ্ঞাপন


ব্যক্তিগতভাবে ব্রুক অ্যাশেজে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ১০ ইনিংসে ৩৫৮ রান করলেও পেয়েছেন মাত্র দুটি ফিফটি, গড় ছিল ৩৯.৭৭।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর