নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি–টোয়েন্টি সিরিজের আগে দুঃসংবাদ পেল ভারত। পেটের গুরুতর চোটে সিরিজ থেকে ছিটকে যেতে পারেন ব্যাটার তিলক ভার্মা।
২৩ বছর বয়সী তিলক ভার্মা বিজয় হাজারে ট্রফিতে হায়দরাবাদ দলের সঙ্গে রাজকাটে ছিলেন। সেখানেই হঠাৎ তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে জানান, স্ক্যান করার পর তার ‘টেস্টিকুলার টরশন’ ধরা পড়ে, যা তাৎক্ষণিক অস্ত্রোপচারের প্রয়োজন হয়।
বিজ্ঞাপন
বিসিসিআই কর্মকর্তা বলেন, “বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তিলকের সফল অস্ত্রোপচার হয়েছে। এখন সে ভালো আছে। মেডিকেল প্যানেলের সঙ্গে আলোচনা শেষে তার মাঠে ফেরার সময়সূচি জানানো হবে।”
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে তিলকের খেলা প্রায় নিশ্চিতভাবেই হচ্ছে না।
এই অবস্থায় ভারতীয় দল ব্যবস্থাপনা বিকল্প খেলোয়াড় ভাবলেও, শুবমান গিলকে দলে নেওয়ার সম্ভাবনা কম। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান টেস্ট ও ওয়ানডে অধিনায়ক গিলকে টি–টোয়েন্টি দলে রেখে ম্যাচ না খেলানো ‘অস্বস্তিকর’ হবে বলে মনে করছেন নির্বাচকেরা। এ ছাড়া সিরিজের মাঝপথে তিলক সুস্থ হলে গিলকে আবার বাদ দেওয়ার পরিস্থিতি এড়াতেও চান তারা।
এদিকে সুখবর পেয়েছে ভারত। শ্রোয়াস আইয়ারকে ম্যাচ-ফিট ঘোষণা করেছে সেন্টার অব এক্সেলেন্সের মেডিকেল টিম। বিজয় হাজারে ট্রফিতে হিমাচল প্রদেশের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে ৫৩ বলে ৮২ রান করেন তিনি। খেলায় কোনো অস্বস্তি দেখা যায়নি। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে প্রস্তুত শ্রোয়াস।

