শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত ইংল্যান্ড, নেতৃত্ব ছাড়বেন স্টোকস?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত ইংল্যান্ড, নেতৃত্ব ছাড়বেন স্টোকস?

অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর অনেক ভুল শুধরে নেওয়ার কথা স্বীকার করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। বৃহস্পতিবার সিরিজ শেষে স্টোকস বলেন, অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড অনেক প্রত্যাশা নিয়ে গিয়েছিল। ২০১০-১১ সালের পর এই প্রথম অ্যাশেজ জয়ের স্বপ্ন দেখেছিল দলটি। কিন্তু বাস্তবে শুরু থেকেই ছন্দ হারায় ইংল্যান্ড।

প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের মতো মূল পেসার না থাকলেও অস্ট্রেলিয়ার আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। পার্থে দুই দিনের মধ্যে ৮ উইকেটে হার, এরপর ব্রিসবেনে গোলাপি বলের টেস্টেও একই ব্যবধানে পরাজয়- সব মিলিয়ে সিরিজের শুরুতেই চাপে পড়ে সফরকারীরা। অ্যাডিলেডে ৮২ রানের হারে তিন টেস্টেই শেষ হয়ে যায় অ্যাশেজ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ইংল্যান্ডের অতিআক্রমণাত্মক ‘বাজবল’ কৌশল কার্যকর হয়নি।


বিজ্ঞাপন


সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টে পাঁচ উইকেটে হারের পর স্টোকস বলেন, “অস্ট্রেলিয়া দারুণ একটি দল। তারা অসাধারণ ক্রিকেট খেলে এবং তাদের বোলিং আক্রমণ খুব শক্তিশালী। কৃতিত্ব তাদের দিতেই হবে।” তবে তিনি স্বীকার করেন, ইংল্যান্ড আরও ভালো খেলতে পারত। “আমরা যেভাবে খেলেছি, তার চেয়ে অনেক ভালো করার সুযোগ ছিল,” বলেন স্টোকস।

মেলবোর্নে চতুর্থ টেস্ট জিতে অন্তত হোয়াইটওয়াশ এড়াতে পেরেছিল ইংল্যান্ড। সিরিজ শেষে আত্মসমালোচনার প্রসঙ্গে স্টোকস বলেন, “এখনই সব বিশ্লেষণের সময় নয়। সামনে অনেক সময় আছে। জুনে আবার টেস্ট খেলব, আশা করি তখন ভুলগুলো শুধরে নিতে পারব।” ইনজুরির কারণে মার্ক উড, জফরা আর্চার ও গাস অ্যাটকিনসনের মতো পেসারদের হারালেও কিছু ইতিবাচক দিক দেখছে ইংল্যান্ড। জশ টাং সুযোগ পেয়ে ভালো বোলিং করেছেন। আর ফর্মহীন অলি পোপের বদলে দলে ঢুকে সিডনিতে ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ২২ বছর বয়সী জ্যাকব বেথেল।

স্টোকস বলেন, “শেষ টেস্টে সুযোগ পেয়ে বেথেল যেভাবে ব্যাট করেছে, তা সত্যিই অসাধারণ। জশ টাংও দারুণ বোলিং করেছে। আমাদের দলে ভালো প্রতিভা উঠে আসছে।” সিরিজ হারের পর দেশে ফিরলে ইংল্যান্ড দলকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হবে। কোচ ব্রেন্ডন ম্যাককালামের ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে।

তবে অধিনায়কত্ব ছাড়ার কোনো ভাবনা নেই স্টোকসের। বিবিসিকে তিনি বলেন, “আমি চার বছর ধরে এই দায়িত্বে আছি। আমাদের একটি স্থির দল আছে। খেলোয়াড়দের সামর্থ্য বের করে আনতে পেরেছি। এখন দরকার সবার ওপর আরও দায়িত্ব চাপানো।” অ্যাশেজে হতাশার সফর শেষে ইংল্যান্ড এখন তাকিয়ে আছে পরিবর্তন আর ঘুরে দাঁড়ানোর পথে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর