বিপিএলের ঢাকা পর্বে মাইক্রোফোন হাতে থাকার কথা ছিল জনপ্রিয় উপস্থাপিকা রিধিমা পাঠকের। তবে শেষ পর্যন্ত বিপিএলে এই আসরে তাকে দেখা যাবে না। বাংলাদেশে আসার আগে থেকেই রিধিমাকে উপস্থাপনার প্যানেল থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিবর্তিত পরিস্থিতির কারণে উপস্থাপক প্যানেল থেকে এই ভারতীয়কে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
বিপিএল কর্তৃপক্ষ এবার ধারাভাষ্য ও উপস্থাপনায় নতুনত্ব এনেছেন। পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাসের পাশাপাশি এবারের প্যানেলে আছেন ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো জনপ্রিয় ধারাভাষ্যকাররা। ঢাকার পর্বে রিধিমার উপস্থাপনার কথা থাকলেও তা সম্ভব হলো না।
বিজ্ঞাপন
রিধিমার বাদ পড়ার বিষয়টি সরাসরি বলা না হলেও, তা মুস্তাফিজুর রহমানের আইপিএল স্কোয়াড থেকে বাদ পড়ার ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। শনিবার কলকাতা দলকে আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দিতে নির্দেশ দেয় বিসিসিআই। ভারতীয় বোর্ডের নির্দেশ অনুযায়ী পরে তাকে স্কোয়াড থেকে সরানো হয়।
এই সিদ্ধান্তের পর বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেটের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশ বিশ্বকাপে ভারত খেলবে না, এ বিষয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বাংলাদেশ ভেন্যুর পরিবর্তন চায়। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে এই উত্তেজনার প্রভাব পড়েছে রিধিমার প্যানেল থেকে বাদ পড়ার ঘটনাতেও।
এসটি

