বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ভবিষ্যতে আইপিএলে খেলার বিষয়ে নিজের মত দিলেন তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

ভবিষ্যতে আইপিএলে খেলার বিষয়ে নিজের মত দিলেন তানজিম সাকিব

মুস্তাফিজুর রহমান ইস্যুতে বেশ এক পালা ঝড় বয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন তিনি। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল তাকে। সাবেক চ্যাম্পিয়নদের জার্সিতেই এবার মাঠ মাতানোর কথা ছিল দ্য ফিজের। তবে ভারতের রাজনৈতিক রোষের শিকার হয়ে খেলা হচ্ছে না তার। বিসিসিআই মুস্তাফিজকে ছেড়ে দিতে বলেছে, কেকেআরও সে নির্দেশ পালন করেছে।

মুস্তাফিজ ইস্যুতে এরপর হয়েছে আরও অনেক কিছুই। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরও করবে না টাইগাররা, ফলে সূচিতেও বদল আসছে। এছাড়া ভারতের এমন সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা তো আছেই। 


বিজ্ঞাপন


মুস্তাফিজের সঙ্গে এবারের আইপিএলের নিলামে নাম দিয়েছিলেন তানজিম হাসান সাকিবও। ফিজ চড়া দামে দল পেলেও বিক্রি হননি সাকিব। এদিকে মুস্তাফিজ ইস্যুর পর এখন আর আইপিএলে আর খেলবেন কি না এমন প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছেন সাকিব। 

তিনি বলেন, 'আইপিএল থেকে উনাকে (মোস্তাফিজ) কেন সরানো হলো তা আমাদের স্পষ্ট নয়, হয়তো রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে। তবে ক্রিকেটে রাজনীতি না আসাই ভালো। আমরা তো অংশ নিতে চাই-ই। আমরা তো রাজনৈতিক দিক চিন্তা করি না। খেলোয়াড় হিসেবে আমাদের আইপিএল খেলার ইচ্ছা থাকে এবং সেভাবেই নাম দেই। পরের বছর এজেন্টের সঙ্গে বা দেশে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব নাম দেব কি দেব না।'

আইপিএল খেলা হবে না জেনেও মুস্তাফিজ ফুরফুরে মেজাজেই আছেন জানিয়ে সাকিব আরও বলেন, 'মোস্তাফিজ ভাই শুরু থেকেই দুর্দান্ত বোলিং করছেন এবং তিনি তার শক্তির জায়গা থেকে কখনো সরে যাননি। সিনিয়র হিসেবে তিনি আমাদের অনেক টিপস দেন যা আমাদের খুব সাহায্য করে। আর বোর্ড যে তার পাশে দাঁড়িয়েছে, এটিই বোর্ডের কাজ এবং এটি অত্যন্ত প্রশংসনীয়।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর